প্রকৃতির রঙে রঙিন পাখি,
পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে সৌরভ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রকৃতির রঙে রঙিন পাখি,
পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে সৌরভ এ বিষয়ে আজকের আলোচনা।
আকাশে উড়ন্ত পাখির গান,
সুন্দর রঙে চমকা বৃষ্টির মেঘ।
পৃথিবীর সৌন্দর্য্যে প্রতিষ্ঠিত,
তোমার পরিচয় করার এই কবেত্।
সকালে তুলে আসা সূর্যের মুখে,
তোমার পাখা খুলে আনা আনন্দে।
বৃষ্টির পানি যত্ন করে তোমার পরশে,
চায়না মাখি মাখি পোহায় বিচ্ছেদে।
গাছের ডালে তোমার বাসা সুস্থ,
বন্যা গাইবে গান তুমি প্রতিদিন।
প্রকৃতির সৌন্দর্য তোমার কাছে,
পাখি সম্পর্কে কবিতা লেখা প্রেম।
source
পাখির গান গায় আকাশে,
স্বপ্ন দেখা মন ভরায়।
পর্বতের শিখরে উড়ে,
মনের পথ দিয়ে যায়।
প্রকৃতির রঙে রঙিন পাখি,
পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে সৌরভ।
গাঁধার বীণা বাজায় সুর,
মনের মেলা আনছে বর্ষা।
বনের ঝর্ণার শোভা মেলে,
পাখির আকাশে উড়ানো আলো।
মুক্ত মনে বলছে সে,
স্বপ্নের দিকে যাবে প্রলো।
পাখির বাতাসে বাজে গান,
স্বপ্নের পথে হারিয়ে যায়।
সূর্যের আলোয় শিখমালা,
মন ছুঁয়ে আনে সুখের সায়।
আজকের কবিতাটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ
আপনার কবিতাটি পরে অনেক ভালো লাগলো।দোয়া রইলো আরও ভালো ভালো পোস্ট করবেন।