পথ আটকে দেয়া

in r2cornell •  3 months ago 

পথ আটকে দেয়া

file-fC70xpYPzHnd9UUQB42VOa9r.webp

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় লিডার বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আপনাদের সামনে আলোচনা করব পথ আটকে দেওয়া সম্পর্কে আশা করি তা আপনারা মনোযোগ সহকারে আমার আজকের ব্লগটি পড়বেন।

আজকে সকাল বেলা যথা নিয়মে প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো করি সেগুলো আজকেও সেম ভাবে সেরে নিই এরপর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। ঠিক মাদ্রাসার কাছাকাছি গিয়ে দেখতে পাই আমাদের চলার পথ যে পথ দিয়ে আমরা মাদ্রাসায় প্রবেশ করি সেখানে ইটের প্রজেক্ট দিয়ে পথকে আটকে দেওয়া হয়েছে অর্থাৎ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে ততক্ষণিক মনের ভেতরটা কেমন জানি হয়ে যায়।

আজকে ফজরের সময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাও কাদামাটি হয়ে যায় আমরা যে পথ দিয়ে প্রতিদিন যাওয়া আশা করি সে পথটি আজকে ইটের পথের দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আজকে না গতকালকে আমরা যখন মাদ্রাসা থেকে সকলেই বাড়ির উদ্দেশ্যে চলে যাই আমাদের কে সেই পথ দিয়ে যেতে না দেওয়ার জন্য গতকালকে সে পত্তি তারা বন্ধ করে দেয়। অর্থাৎ আমরা যে সময় মাদ্রাসায় যাতায়াত না করি বিকালবেলায় ফাঁকা পথটি বন্ধ করে দেওয়া হয়।

আমাদের কি করার আছে মাদ্রাসা কর্তৃপক্ষ এ নিয়ে কোন প্রতিবাদ না করাই আমরা আসলে কোন কিছু করতে পারি না। মাদ্রাসা পরিচালনার জন্য যে কমিটি রাখা হয়েছে সেই কমিটি তাদেরকে কোন কিছু বলেনি আমার সেটি ধারণা আর কোন কিছু বললেও সেটা জোরালো ভাবে বলা ছিল না যার কারণে তারা এই পথ থেকে বন্ধ করে দেয়।

অন্য একটি কারণও থাকতে পারে যে কারণটি আমি যেই সেখানে অধিবাসীরা তাদের মধ্য কোন বিষয় নিয়ে একটা বিবাদে লিপ্ত হয়ে পড়ে যার কারণে হয়তোবা মাদ্রাসার পত্রিকায় তারা বন্ধ করতে বাধ্য হয়। যিনি এই পথটি বন্ধ করেছেন তিনি অত্যন্ত একজন ধনবান ব্যক্তি তিনাকে পেরে ওঠার মত মাদ্রাসা কর্তৃপক্ষ শক্তিশালী নয়।

মাদ্রাসা যাওয়া আসা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে গেল যেহেতু আমাদের সরল পথটি তারা বন্ধ করে দিয়েছে। দুঃখ করেও কোন লাভ নাই তাই আমাদেরকে ব্যতিক্রম একটি পথ দিয়ে যাতায়াত করতে হবে। মাদ্রাসার বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন কিছু তারা ব্যবহার করে আজকে হঠাৎ করেই এমন একটি সিদ্ধান্ত তারা নিতে পেরেছে এজন্য তাদেরকে দ্বীকার জানাই এবং তাদের জন্য ঘৃণা হয়।

আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে তারা যেহেতু এভাবে পথ বন্ধ করবে সেজন্য তারা তো আমাদেরকে আগে একটা রাস্তা বিকল্প বানিয়ে দিতে পারত কিন্তু তারা বিকল্প রাস্তা আমাদেরকে বানিয়ে না দিয়ে হঠাৎ করে কিভাবে তারা এরকম ভাবে রাস্তা বন্ধ করে দিতে পারে যেমনি ভাবে ছোট বাচ্চারা তাদের মাথায় এ বিষয়টি নিয়ে চিন্তায় এসেছে তেমনি ভাবে তারা এই রাস্তাটি করে দিতে পারতো কিন্তু বন্ধ করে দিয়েছে।


Source
যাইহোক মানুষ মানুষের দুশমনি করে লাভ করতে পারে না বরঞ্চ নিজের জন্যই ক্ষতি। মানুষের ক্ষতি করে জীবনে কেউ সফলতা বয়ে আনতে পারেনি কাজেই পরের ক্ষতি করার আগে নিজের কে চিন্তা করতে হবে যা আমি কোন ক্ষতি করছি কিনা। এতক্ষণ যারা আমার পোস্টে পড়লেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকেই ঠিক মত এখানেই শেষ করছি পরবর্তীতে আবারো কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.webp
ধন্যবাদ আজকের আর্টিকেল পড়ার জন্য।
gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.webp

blurt-logo-daisy.gif
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!