বৃষ্টির মেঘে মিষ্টি গীতি বাজে মনে
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। "বৃষ্টির মেঘে মিষ্টি গীতি বাজে মনে" এ বিষয়ে আজকের কবিতা।
বৃষ্টি পানি বুঝায় জীবনের অদ্ভুত গল্প,
সাদা পায়ের মাঝে ধুলো সেজে একটি কাব্য।
পৃথিবীতে প্রতিটি সোনালি বৃষ্টি সৃষ্টি,
সবুজ পাতার মেলা, সাজে বন্ধন গাথা।
ঘরের জানালায় টুকটাক আসে বৃষ্টির গান,
হৃদয় জুড়ে উঠে, সুখের প্রেমে বিমুগ্ধ আত্মা।
প্রেমের ছায়ায় ঘর স্জলে উঠে জাগতে,
আকাশের ছায়ায় মেতে যায় সব স্বপ্ন গল্পে।
বৃষ্টির মধ্যে স্নান করে ধুত পরে চোখে,
সুরে সুরে গুণগুণ বন্ধন করে সব দিনের যাত্রা।
বৃষ্টির মেঘে মিষ্টি গীতি বাজে মনে,
ঘরে বন্ধুরা আসে মিলে করে জন্মের কাহিনী।
Source
বৃষ্টি আসে, জীবন বন্ধুত্বে পূর্ণ,
ঘর বন্দী হয়, স্নেহে স্থায়ী অসীম।
বৃষ্টির মাধ্যমে প্রেমের গল্প লেখা,
একটি বিশেষ সৃষ্টি, জীবনের একটি সুন্দর উপহার।
আজকের কবিতাটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ
আপনার কবিতাটা অসম্ভব সুন্দর সুন্দর হয়েছে অনেক ভালো লেখেন অনেক ভালো লাগে আপনার লেখা।