সিনেমা থেকে সৌদি আরবের বার্ষিক আয় ৩৮৫০ কোটি টাকা

in r2cornell •  3 years ago 

Screenshot_20220103-231419.png

সৌদি আরবে নতুন যুগের সূচনার লক্ষ্যে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুলে দিচ্ছেন অনেক নিষেধাজ্ঞা। এরই সূত্র ধরে ৩৫ বছরের নিষেধাজ্ঞা শেষে গত ৪ বছর ধরে সিনেমা মুক্তি পাচ্ছে সোদি আরবে। তবে ধর্মীয়, রাজনৈতিক, যৌনতা ও সমকামিতা বিষয়ক সিনেমা মুক্তির উপর রয়েছে নিষেধাজ্ঞা।
মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক প্রতিবেদনে জানায়, ‘পশ্চিম এশিয়ার শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে সৌদি আরব। ২০২০ সালে সৌদি আরবের সিনেমার বাজার থেকে আয় হয়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় তিন গুণ বেড়ে ২০২১ সালে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৮৫০ কোটি টাকার বেশি’।
প্রতিবেদনে আরো জানানো হয়, সিনেমা পরিবেশক সংস্থা ভক্স ২০১৮ সালে সৌদি আরবে কাজ শুরু করে। এই ৩ বছরে দেশটির ৬টি নতুন শহরে নতুন ১৫টি সিনেমা হল খুলেছে। বর্তমানে সৌদি আরবে ১৫৪টি সিনেমা হলে ৫০০টি স্ক্রিনে সিনেমা প্রদর্শিত হচ্ছে।
এদিকে, সিনেমা বাজারে সৌদি আরবের এমন আয়ের উপর ভিত্তি করে ২০২৫ সাল নাগাদ দেশটিতে বিশ্বের ১০ম বৃহত্তম সিনেবাজার হওয়ার পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা ওমদিয়া।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিনোদন খাতে বিনিয়োগের কমতি রাখছে না সৌদি আরব। এ খাতে বছরে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে দেশটি। শুধুমাত্র সিনেমাই নয়, দেশটিতে এখন কনসার্টও হচ্ছে। যেখানে নারী-পুরুষ উভয়েরই প্রবেশাধিকার রয়েছে। এ ছাড়াও ড্যান্স মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনেও জোর দিচ্ছে সৌদি আরব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!