এক টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি...
এক টেস্টে উভয় ইনিংসেই সেঞ্চুরি করার ঘটনা এ পর্যন্ত ঘটেছে ৮৬ বার। করেছেন ৬৯ জন ব্যাটসম্যান। সর্বোচ্চ তিনবার এ কীর্তি গড়েছেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নার। ২ বার করেছেন মোট ১১ জন ব্যাটসম্যান। বাকি ৫৫ জন ১ বার করে করেছেন।
তো আজকের এই দিনে, ২ জানুয়ারি, ১৯৭৮ সালে উইন্ডিজের বিপক্ষে কলকাতায় দ্বিতীয় ইনিংসে সুনীল গাভাস্কারের অপরাজিত ১৮২ রানের(১ম ইনিংসে করেন ১০৭ রান) মাধ্যমে তিনি ঢুকে যান অনবদ্য এক রেকর্ডবুকে(তিনবার উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটসম্যান)। এর আগে ১৯৭১ ও ১৯৭৮ সালে মোট দুইবার উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার।
উভয় ইনিংসে সেঞ্চুরি নিয়ে যখন কথা উঠলো আরো কয়েকটা তথ্য যেনে নেওয়া যাক,
দুই ইনিংসে সেঞ্চুরি করার হিসেবে এক টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন পর্যন্ত গ্রাহাম গুচের দখলে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে তিনি দুই ইনিংস মিলেয়ে করেন ৪৫৬ রান।( প্রথম ইনিংসে ৩৩৩ ও পরের ইনিংসে ১২৩ রান)
দুই ইনিংসে সেঞ্চুরি করার হিসেবে অস্ট্রেলিয়ার এলান বোর্ডারই একমাত্র ব্যাটসম্যান যিনি দুই ইনিংসে ১৫০+ রান করেন।
অরবিন্দ ডি সিলভাই এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান যিনি এক টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করার সাথে ২ ইনিংসেই অপরাজিত থেকেছিলেন।
এক টেস্টে ২ জন উভয় ইনিংসে সেঞ্চুরি করার ঘটনা ঘটেছে মোট ৫ বার। প্রথমটি হয় ১৯৪৭ সালে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সে টেস্টে ইংল্যান্ডের হয়ে দুই ইনিংসে সেঞ্চুরি করেন আর অস্ট্রেলিয়ার হয়ে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন আর্থুর মরিস। এর পরেরটা হয় ১৯৭৮ সালে। সে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেল দুজনই উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান। ১৯৯১ সালে শ্রীলংকা ও নিউজিল্যান্ড ম্যাচে শ্রীলংকার আসানকা গুরুসিনহা আর নিউজিল্যান্ডের এন্ড্রু জনস উভয় ইনিংসেই সেঞ্চুরি করেন। ২০১৪ সালে পাকিস্তানের আজহার আলি ও মিজবাহ উল হক দুজনি অস্ট্রেলিয়ার বিপক্ষে উভয় ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়ে। সর্বশেষ ঘটনা ২০১৪ সালে অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচে। সে টেস্ট অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার আর ভারতের বিরাট কোহলি উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান।
অভিষেকেই উভয় ইনিংসে সেঞ্চুরি- এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেছে ২ বার। ১৯৭২ সালে উইন্ডিজের লরেন্স রোয়ে এবং ২০০৩ সালে পাকিস্তানের ইয়াসির হামিদ অভিষেকে এ রেকর্ড গড়েন।
বাংলাদেশের হয়ে উভয় ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড এখন পর্যন্ত একমাত্র মমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি এ রেকর্ড গড়েন(১ম ইনিংসে ১৭৬ এবং ২য় ইনিংসে ১০৫ রান)