বাংলাদেশের পেস বোলিং অবস্থা

in r2cornell •  3 years ago 

Screenshot_20220103-170759.png

এই group এর অনেক সদস্যই পাড়া, ক্লাব,উপজেলা, জেলা ইত্যাদি পর্যায়ে ক্রিকেট খেলে থাকবেন বা পরিচিতদের মধ্যে অনেককে খেলতে দেখে থাকবেন। একটা বিষয় হয়তো আপনাদের অনেকের চোখে পরেছে যে যদি কোনো bowler সামান্য জোরে বল করতে পারে তাহলে সে সাধারণত good lenght এ বল করে। এর পিছনে দুটি কারণ আছে। প্রথম swing সম্পর্কে সুস্পষ্ট ধারণসম্পন্ন coach এর অভাব এবং full lenght এ বল করলে রান হওয়ার সম্ভাবনা।

Pace bowler দের ঐতিহাসিক ভাবেই রক্ষণাত্মক বিকল্প হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশে। তারা যে wicket পেতে পারে এটা সমস্ত পর্যায়ে coach বা management মনে করেনা। নতুন বলে কয়েক ওভার বল করার পরেই spinner এসে যায় এটা আমরা সবাই জানি।

Wicket না পাওয়ার জন্য এবাদত হোসেন বা তাসকিন কে আমরা troll হতে দেখেছি বহুবার। কিন্তু তার পিছনের কারণটা চিন্তা করে দেখিনি। এবাদত/খালেদ/তাসকিন এমন একটা ক্রিকেটীয় সংস্কৃতি থেকে এসেছে যেখানে তাদের Wicket taking bowler হিসেবে মনেই করা হয়নি অথবা Wicket পেলেও সেটা মূলত পায় ওই back of a lenght ও বল করে। দেশে ১৪০+ গতির বোলার হাতে গোনা কয়েকজন তাই স্বাভাবিক ভাবেই pace খেলায় অনভ্যস্ত ঘরোয়া লীগের batsman দের অসুবিধা হয় তাসকিন/এবাদতদের খেলতে। এবং এই কারণেই এই pacer রা যখন জাতীয় দলের হয়ে খেলতে আসে তখন তারা শত চেষ্টা করে ও Wicket পায়না। আন্তর্জাতিক ক্রিকেটে pace কোনো সমস্যা না এবং বিশেষত ১৪০+ গতিতে করা নির্বিষ lenght বলে কোনো batsman এর অসুবিধা হয়না। নতুন বলে বিশেষত যে full lenght এ বল করতে হয় এটা বাংলাদেশের ক্রিকেটীয় সংস্কৃতিতে নেই সেটা বোঝা যায় গত সিরিজে খালেদ/এবাদত এর bowling দেখলে। দিনের শুরুতে lenght বল করে batsman দের set হওয়ার সুযোগ করে দিলো। Swing পাওয়ার বা Batsman এর foot movement কে কোনো পরীক্ষার মধ্যে ফেলতে পারলো না। খেয়াল করে দেখবেন বাংলাদেশের pacer দের পাওয়া অনেক Wicket কিন্তু lower order batsman এর। Top order স্বাচ্ছন্দে বাংলাদেশি pacer দের খেলে দেয়। এর মধ্যে তুলনামূলক ভাবে ভালো বল করতো আবু জায়েদ রাহি,গত কয়েক বছরের মধ্যে সেই সবথেকে বেশি Wicket পেয়েছে। কিন্তু ইদানিং সেও lenght পরিবর্তন করেছে। তাই গত দুই সিরিজে Wicket পায়নি। তাসকিন ও আগের থেকে অনেকটা উন্নতি করেছে কিন্তু কতদিন ধরে রাখতে পারে সোটাই দেখার। আ্যশেজ অথবা ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ দেখলেই এটা বুঝতে পারবেন খুব সহজেই। শুধুমাত্র সঠিক basic এর জন্য কিভাবে Ollie Robinson বা Mohammad Siraj সহজেই wicket পাচ্ছে।

এটা শুধু এখন যারা খেলছে তাদের জন্য প্রযোজ্য তা নয়,এর আগে খেলা শফিউল ইসলাম, রুবেল হোসেন,কামরুল ইসলাম রাব্বি সহ আরো অনেকেই এই সংস্কৃতির শিকার হয়ে Wicket পায়নি।

Written by Nadnan Bhattacharya

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!