জিকোর মামার জমিতে চাষ করা ফসলের উদ্ভিদের যে ধরনের মূল পরিলক্ষিত হয় তার বিভিন্ন অংশ ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত বাগানের উদ্ভিদ ও পুকুর পাড়ের উদ্ভিদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? যুক্তিসহ বিশ্লেষণ করো।
(source)[https://images.app.goo.gl/nQQCRp7Y4VnNunHf6]
অঞ্চল থাকে। জিকোর মামা তার ফসলের জমিতে প্রচুর পরিমাণ গমের চাষ করেছেন। ঘুমের মূল হলো গুচ্ছমূল প্রকৃতির। উদ্ভিদের পূর্ব, পরমধ্য ও ৩ অগ্রমুকুলবিহীন অংশই হলো মূল। মূল সাধারণত মাটির নিচে অবস্থান ৪ করে। গম উদ্ভিদের মূল লক্ষ করলে দেখা যাবে কান্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। ভ্রূণমূল নষ্ট হলেও সে স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। গুচ্ছমূলে প্রধান মূল ও অনেক শাখামুল থাকে। অন্যান্য সকল মূলের মতো গুচ্ছমূলের প্রান্তে টুপির মতো মূলটুপি বা মূত্র থাকে। এর বর্ধিষ্ণু এলাকার পেছনে সূক্ষ্ম রোমশ মূলর আরোহিণী : যেসব কান্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের ক. বিটপ কাকে বলে? দিকে বেড়ে ওঠে, তাদের ক্লাইম্বার বা আরোহিণী বলে। উদ্দীপকে শিম ও লাউ এ ধরনের উদ্ভিদ। নিচের চিত্রটি লক্ষ কর এবং
উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। চালকুমড়া গাছ দুর্বল কাণ্ডবিশিষ্ট উদ্ভিদ। কারণ চালকুমড়া উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না তাই মাটিতে বা মাচার উপরে বুদ্ধি পায়। চালকুমড়া উদ্ভিদের কাণ্ডে কাষ্ঠ থাকে না তাই এরা নরম ও