কম্পিউটার পরিচালনায় সফটওয়্যার খুবই প্রয়োজন। তাই এ সফটওয়্যার রক্ষণাবেক্ষণ জরুরি।
(source)[https://images.app.goo.gl/ZNNHVVUR74xRNV2J7]
রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক রয়েছে। আমরা এখানে কম্পিউটার পরিচালনার একটি গুরুত্বপূর্ণ বাধা তথা
'ভাইরাস' নিয়ে আলোচনা করব। কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যারের সবচেয়ে বড় শত্রু হলো ভাইরাস। এটি এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাস আক্রান্ত কোনো ডিস্ক বা সিডি, পেনড্রাইভ অথবা কোনো হার্ডডিস্ক কম্পিউটারে প্রবেশ করালে সে ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে প্রবেশ করে। সুতরাং কম্পিউটারে কোনে ডিস্ক বা সিডি, পেনড্রাইভ অথবা কোনো হার্ডডিস্ক প্রবেশ বা সংযোগ করার পূর্বে এতে ভাইরাস আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। এন্টিভাইরাস ব্যবহার করেও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
প্রশ্ন-৪. সত্যিকারের ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মাঝে মিল এবং অমিলগুলো উল্লেখ কর।/আইডিয়াল স্কুল এত কলেজ, মতিবিল, ঢাকা উত্তর: সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মাঝে যে মিল
এবং অমিল রয়েছে তা নিম্নরূপ : সত্যিকারের ভাইরাস
কম্পিউটার ভাইরাস
এ ভাইরাসের কারণে আমরা এ ভাইরাসের কারণে কম্পিউটারর কাজ ঠিকমতো কাজ করতে পারে না।