ফুরফুরা নগর পাহাড়ঘেরা সুন্দর একটি শহর

in r2cornell •  2 years ago 

ফুরফুরা নগর পাহাড়ঘেরা সুন্দর একটি শহর, যার একপাশ দিয়ে বয়ে গেছে তুন্দ্রাভঙ্গ নদী। নদীতীরে গড়ে উঠেছে বেশকয়েকটি ইটভাটা ও কাগজকল সহ নানা ধরনের কলকারখানা। ইট তৈরিতে পাহাড় কাটা মাটি ব্যবহৃত হচ্ছে, এলাকায় গাছের সংখ্যা কমছে, আবহাওয়া ভারসাম্যহীন হয়ে পড়ছে, মানুষ চর্মরোগ, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে।

img-20170831-wa00591.jpg
(source)[https://images.app.goo.gl/SvaRVDpJC2ZfwvQe7]
ফুরফুরা নগরের পরিবেশগত সমস্যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগের কারণ— উত্তিটি সঠিক।
উদ্দীপকে বর্ণিত ফুরফুরা নগরের নদীতীরে বেশ কয়েকটি ইটভাটা ও কাগজকলসহ নানা ধরনের কলকারখানা গড়ে উঠেছে। ইট তৈরিতে। পাহাড় কাটা মাটি ব্যবহৃত হচ্ছে, এলাকায় গাছের সংখ্যা কমছে এবং আবহাওয়া ভারসাম্যহীন হয়ে পড়ছে, যা পরিবেশগত সমস্যাকে নির্দেশ করছে। আর পরিবেশগত সমস্যা নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগের কার মানুষ কীভাবে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে?
ফুরফুরা নগরে বায়ুদূষণের কারণ কী

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!