দল গ্রামীণ সংস্কৃতি : নদী-নালা, খালবিল পাহাড়-পর্বত প্রভৃতির ছাপ থাকে

in r2cornell •  2 years ago 

দল গ্রামীণ সংস্কৃতি : নদী-নালা, খালবিল পাহাড়-পর্বত প্রভৃতির ছাপ থাকে।

5b020afc3e272ad233cd088c74d28df7-57e7f216cd9e1.JPG
(source)[https://images.app.goo.gl/bWzizKH93WQSCiFM]
কৃষি, মৎস্য চাষ, নৌকা চালানো প্রভৃতি পেশা লক্ষ করা যায়। প্রধান খাদ্য ভাত-মাছ। জারি, সারি, ভাটিয়ালি, গম্ভীরা, ভাওয়াইয়া মুর্শিদি. উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান ৬. উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা।
উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান।
প্রভৃতি আঞ্চলিক গানের উপস্থিতি রয়েছে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি।
নাগরিক নাগরিকত্ব লাভের নিয়ম কাজ-১: দলে ভাগ হয়ে নাগরিকত্ব লাভের নিয়মগুলো চিহ্নিত কর।। উত্তর: নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়।
সংস্কৃতিতে স্থান করে নিয়েছে।
কৃষি সংস্কৃতি : বাংলার চিরায়ত কৃষিকে ভিত্তি করে গড়ে উঠেছে কৃষি সংস্কৃতি। যেমন- 'চৈত্র সংক্রান্তি, নবান্ন প্রভৃতি ক্ষুদ্রগোষ্ঠীর কৃষি উৎসব যেমন- গারোদের ওয়ানগালা, সাঁওতালদের সোহরাই আমাদের কৃষি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। 'D' দन -

খাল-খনন-60606455e01f4.jpg
(source)[https://images.app.goo.gl/5etM3rL4eDcp7Nz4A]
রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এ পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের দুটি প্রধান উপায় হলো ১. জন্মসূত্রে নাগরিকত্ব লাভ: জন্মসূত্র নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি
প্রধান বিবেচ্য বিষয় হলো
সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পাঠ-১ ও ২: অর্থনৈতিক জীবনধাজন্মসূত্র নীতি ও খ. জন্মস্থান নীতি। কোনো ব্যক্তি অনুমোদনসূত্রে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবেন যদি তিন: বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব চিহ্নিত কর। উত্তর: বাংলাদেশের গ্রামীণ ও শহুরে অর্থনৈতিক কাজের গুরুত্ব নিচে আলোচনা করা হলো
রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করেন,
. ঐ রাষ্ট্রে সম্পত্তি ক্রয় করেন, ৩. ঐ রাষ্ট্রের দীর্ঘদিন ধরে বসবাস করেন,
পাঠ-১: মানুষ ও পরিবেশ
[Text [পৃষ্ঠা-৭৬]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!