Assalamu Alaikum how are you all I hope you are all very well I am very good with your prayers I am going to share with you today something about milk pasta let's start. Milk pasta is an easy and delicious dessert that can be prepared in less time. Pasta, milk, sugar and dry fruits are usually used in its preparation. First the pasta should be boiled and then mixed with milk. When the milk starts to thicken, add sugar and optional cashew nuts, almonds, raisins. Milk pasta is especially popular for its thick and creamy taste. It is a favorite dessert of all, young and old, which can be easily prepared at home.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি আজ আপনাদের মাঝে দুধের পাস্তা সম্পর্কে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক। দুধের পাস্তা একটি সহজ ও মজাদার মিষ্টি খাবার, যা কম সময়ে প্রস্তুত করা যায়। এটি তৈরিতে সাধারণত পাস্তা, দুধ, চিনি এবং শুকনো ফল ব্যবহার করা হয়। প্রথমে পাস্তা সেদ্ধ করে নিতে হয় এবং তারপর দুধে তা দিয়ে মিশিয়ে নেয়া হয়। দুধ ঘন হতে শুরু করলে এর সাথে চিনি এবং পছন্দমতো কাজু, বাদাম, কিশমিশ মেশানো হয়। ঘন ও ক্রিমি স্বাদের জন্য দুধের পাস্তা বিশেষভাবে জনপ্রিয়। এটি ছোট-বড় সবার পছন্দের একটি ডেজার্ট, যা সহজেই ঘরে তৈরি করা যায়।