পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের পুর্তোরিকোতে এক জাতের আলো দেয়া জলজ উদ্ভিদ দেখা যায়। সমুদ্র উপকূলে অন্ধকারে আলো রেখা হয়ে জ্বলছে। এদের নাম পাইরোডিনিয়াম।
সুমেরু ও সিরিয়তে ৮ হাজার বছর আগে গম চাষ হতো ।
ধানের প্রাচীনতম উল্লেখ পাওয়া গিয়েছে একটি চীনা পাণ্ডুলিপিতে । এটি লেখা হয়েছিল খ্রিস্ট জন্মের তিন হাজার বছর আগে। ধানের ওপর চীন সম্রাটের অধিকারের কথা ঘোষণা করা হয়েছিল তাতে ।
খ্রিস্টপূর্বে ৮০০ সনের একটি চীনা কবিতায় শেনশীয় উপত্যকায় সেচের বর্ণনা দেয়া হয়েছে।
প্রাগৈতিহাসিক যুগে যাযাবর মানুষ দেশ থেকে দেশান্তরে ঘুরে
বেড়াবার সময় দেশে দেশে ধান চাষের প্রবর্তন করেছিল ।
বিশ বছর আগে উত্তর থাইল্যান্ডে এক পুরাতাত্ত্বিক অভিযানের ফলে অতি প্রাচীন একটি গুহাতে সন্ধান পাওয়া গেল একটি শস্যাগারের। সেখানে মাটির গর্তে সঞ্চিত ছোলা, মটর, কড়াই, শশার বীজ আর মরিচ। পরীক্ষা করে দেখা গেল এগুলো ৯,৭০০ খ্রিস্টপূর্বাব্দের ।
ইরাকি কুর্দিস্তানে নিয়ানডার্থাল মানুষ এক লক্ষ ষাট হাজার বছর আগে মৃতদেহ ফুলসহ কবর দিত।
ইংল্যান্ডের জোসেফ হুকার ১৮৪৮ সালে সিকিম তিব্বত সীমানায় ২৮ রকম নতুন রডোডেনড্রন গাছ আবিষ্কার করেন । তিনি নতুন উদ্ভিদের খোঁজে দক্ষিণ মেরু ও আফ্রিকায় গিয়েছিলেন ।
আমেরিকার জন বার্টাম ৪০ বছর ধরে উত্তর আমেরিকায় নতুন গাছপালার সন্ধান করে বেড়িয়েছেন। দুঃসাহসী বার্টাম প্রথম ম্যাগনোলিয়া ফুলের গাছ আমেরিকা থেকে ইউরোপ পাঠান ।
আফ্রিকার জঙ্গলে সিসিয়া নামে এক ধরনের মোটা লতা দেখা যায়। এর আশপাশে কোনো জন্তুজানোয়ার এলে লতার বাঁধনে পিষে মেরে ফেলে।
আসামের পাহাড়ের গায়ে পোজেস্টেমন নামে এক ধরনের লতার মতো দেখতে সবুজ উদ্ভিদ দেখা যায়। এর গোটাটাই হলো মূল । মাটির ভেতরে প্রবেশ করে না। সবুজ হওয়ার জন্য খাবার
কিশোর বিজ্ঞান ভাবনা