পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছ

in r2cornell •  3 years ago 

পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছ দেখা যায় আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। এক ধরনের পাইনগাছ। এদের বৃদ্ধি ঘটে খুব ধীরে। পাঁচ হাজার বছরের পুরনো গাছ এখনও বেঁচে আছে। অ্যান্টার্কটিকার বালি পাথরের খাঁজে বিজ্ঞানীরা এক জাতের ছোট ছোট লাইকেন আবিষ্কার করেছেন। এদের বয়স দশ হাজার বছর ।

images (2).jpeg
https://www.google.com/search?q=%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0+%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87+%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8+%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B&client=ms-android-vivo-rvo3&prmd=vin&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwiGh6rf8rD2AhWikOYKHQ-lAjEQ_AUoAnoECAIQAg)[sorsce]
মরিশাস দ্বীপের ক্যালভেরিয়া মেজর নামের গাছগুলো লুপ্ত হতে চলেছে । এখন তাদের সংখ্যা মাত্র ১৩-তে এসেছে । ক্যালখেরিয়ার ১৫ মিলিমিটার পুরু খোলাযুক্ত বীজগুলো একমাত্র ডোডো পাখির পক্ষে সম্ভব ছিল অঙ্কুরোদগমের উপযোগী করে তোলা। মরিশাস দ্বীপ থেকে ডোডো পাখিরা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগেই। এখন মৃত্যুর দিন গুনছে ক্যালভেরিয়া গাছগুলো ।

পৃথিবীর সবচেয়ে বড় অরণ্যটি রয়েছে রাশিয়ার উত্তরাংশে। এটা হলো সরলবর্গীয় গাছের বনভূমি। এই বনের আয়তন প্রায় ২৭০ কোটি একর। যা পৃথিবীর সমগ্র বনভূমির এক-চতুর্থাংশ। এই বনাঞ্চলকে বলে তাইগা। এর শতকরা ৩৮ ভাগ গাছই হলো সাইবেরিয়ান বার্চ ।

পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম রাফ্লেশিয়া । মালয়েশিয়াতে দেখা যায় এই ফুল। চওড়া ৩ ফুট । দশ সেরের মতো ওজন হয়।

১৯৫৪ সালে একদল বিজ্ঞানী কানাডার উত্তরাঞ্চলে বরফের নিচ থেকে ‘লু-পিনাস’ বর্গের একটি চারাগাছের বীজ উদ্ধার করলো । সেই বীজটিকে পরে উপযুক্ত পরিবেশে মাটিতে পোঁতা হলো। বীজটি ছিল দশ হাজার বছরের পুরনো। সেই বীজটি আশ্চর্যজনকভাবে অঙ্কুরিত হলো ।

বেশকিছু উদ্ভিদের জৈবপ্রভা রয়েছে। এদের শরীর থেকে আলো বের হয়। জাপানে মাইকানা নামের একজাতীয় ছত্রাক আছে, যা অন্ধকারে জ্বলজ্বল করতে থাকে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!