মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে।
(source)[https://images.app.goo.gl/TGCKrMSUGibbWKK9A]
মাটি, পানি, বায়ু ও তাপের সাথে মানুষের জীবনযাপনের যে ভারসাম্য থাকা দরকার ছিল মানুষের কর্মকাণ্ডের ফলে তা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। দেখা দিচ্ছে পরিবেশগত সমস্যা। এই পরিবেশগত সমস্যার কারণেই ঢাকা শহরের অসংখ্য শিশু শ্বাসকষ্টে ভুগছে।
(source)[https://images.app.goo.gl/iESFnnTpzdcmJzjP7]
উদ্দীপকে লক্ষ করা যায়, তিন বছর বয়সী জেরিন বাবা মায়ের সাথে শহরে বাস করে। কিছুদিন যাবত সে শ্বাসকষ্টে ভুগছে। যেহেতু পরিবেশগত সমস্যার কারণে শহরের অনেক শিশু শ্বাসকষ্টে আক্রান্ত হয়, সেহেতু বলা যায়, উদ্দীপকে পরিবেশগত সমস্যার কথাই বলা হয়েছে।
কি রোমান সভ্যতার একজন শাসকের নাম হলো জুলিয়াস সিজার নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেকের খাপখাইয়ে চলার প্রক্রিয়ার
যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের
উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে
মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে।
ইতিবাচক পরিবর্তন হবে না।
উদ্দীপকে দেখা যায়, মনপুরা ৫ বছর আগে একটি নিরিবিলি ফসলি জমির জায়গা ছিল। কিন্তু বর্তমানে সেখানে অনেক ব্যবসায়ী কল-কারখানা স্থাপন করেছে। ফলে সেখানে বসত বাড়ি নির্মাণ হয়েছে। হাট-বাজার হওয়ার ফলে সারা দিন-রাত উচ্চ শব্দে কাজ কারবার চলতে থাকে। এছাড়াও এখানে কলকারখানার সব আবর্জনা পাশের নদীতে ফেলা হয়। উদ্দীপকের করে তুলছে— উদ্দীপকের ডাক্তারের এ বক্তব্য যথার্থ। এসব বিষয় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। উদ্দীপকে বর্ণিত উচ্চ শব্দের কারণে শব্দ দূষণ হচ্ছে। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া কলকারখানার আবর্জনা নদীতে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এর ফলে এ নদীর মৎস্যসম্পদ হুমকির সম্মুখীন হবে। নদীর জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হবে।