হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আজকে পোস্ট হলো। নিজের ভবিষ্যৎ নিজেই ভালো করা।
এটা আমার দ্বিতীয় পোস্ট আমি এই পোস্টের আগে আরেকটি পোস্ট করছি সেই পোস্টি পড়ে আসতে পারেন।
আমি মনে হয় এ কাজটি করতে পারব না কিন্তু আমি এই কাজটি করেছি এমনকি এ কাজটি করে সবাইকে দেখিয়ে দিয়েছি তেমনি শুরুতে আপনাকে ভরসা রাখতে হবে।
যে আপনি পারবেন আপনি আগেই যদি হাল ছেড়ে দেন কাজে না যায় যদি কাজটা দেখি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনার ভবিষ্যৎ খুবই খারাপ আপনি জীবনে আগাতে পারবেন না আপনার নিজেকে নিজের কাছেই ভালোভাবে পরিস্থিতি করতে হবে।
যে আপনার মনের মধ্যে কতটুকু সাহস বা কতটুক নীতি রয়েছে।এটা আপনার মন কি মানে নিজেকে নিজেই বিশ্বাস আগে রাখতে হবে। আমরা অনেক সময়ই অন্য কোন লোকের দিকে তাকিয়ে বলি যে এত কষ্টের কাজ এই লোকটিকে মনে করছি আমরা আগেই আতঙ্ক হয়ে যাই তার আগেই ভয় পেয়ে যাই। আসলে একটি প্রকৃত মানুষের ক্ষেত্রে এগুলো করা ঠিক না। আমরা যদি কোন ধনী ব্যক্তির দিকে তাকিয়ে থাকি তাহলে তাদের সুখের জীবন দেখে আমরা হায় হায় করি।
যাহাই আসুক আমার কেন হয় না কিন্তু আমরা যদি একটু পিছনে তাকিয়ে দেখি যে তার সুখের পিছে তার কোন করণীয় গুলো ছিল সেগুলো যদি আমরা দেখি অবশ্যই আমরা একদিন তার মতো হতে পারব প্রত্যেক মানুষের সুখের আগে তাকে পরিশ্রম করতে হয়েছে তাকে কষ্ট করতে হয়েছে তাকে বুদ্ধি করতে হয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের মনের মধ্যে সাহস রাখো নিজের প্রতি নিজেকে পরিচিত করা যেকোনো কাজের প্রতি সাহস বাড়ানো উচিত