বিভিন্ন ধরনের কলা গঠন অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা ও কলাতন্ত্র গঠন করে।
(source)[https://images.app.goo.gl/MwRBqJ3ZXF4jr8tQ9]
এ ক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা করা ও দৃঢ়তা প্রদান করা এদের কাজ
উদ্দীপকের B অংশটি হলো ক্রোমাটিন তন্তু। এটি নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় থাকে এবং জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ বিভাজনের সময় ক্রোমাটিন তন্তু মোটা ও খাটো হয় এবং আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক হচ্ছে জিন। এই জিন ক্রোমোজোমের গায়ে সন্নিবেশিত থাকে। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের বৃদ্ধি বা যে কোন ক্রিয়া- প্লিহা ইত্যাদি প্রাণীর বিভিন্ন অঙ্গ।
বিভিন্ন অঙ্গ গঠন বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ গঠন করে। যেমন- মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার চোখ, কান, মুখ, হাত, পা, হূৎপিণ্ড, ফুসফুস, যকৃত,
বিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
জীবের দেহ গঠন : ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়। ক্রমশ এই
সুতরাং, পুরুষাণুক্রমে বংশের বৈশিষ্ট্যবহনকারী ক্রোমাটিন তত্ত্বর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ)
কোষ থেকেই জীবদেহের বৃদ্ধি ঘটে। খাদ্য উৎপাদন; সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে। এই ক্লোরোপ্লাস্ট