ব্যবসায়ী মনির হোসেন অত্যাধুনিক সুবিধা সম্বলিত ফ্ল্যাটে বাস করেন।
(source)[https://images.app.goo.gl/9ujPVSso5JmnbQe9A]
তার এপার্টমেন্টে বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব জেনারেটর রয়েছে। এ ছাড়া তার ছেলেমেয়েরা বিনোদনের জন্য বিস্তার আওয়াজে গান শোনে। জেনারেটর ও মিউজিক সিস্টেম যন্ত্রগুলো শব্দ দূষণের জন্য দায়ী। এর ফলে মানুষের স্বাস্থ্য এবং আচার-আচলে ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়। যেমন— দুশ্চিন্তা, উর্ধ্বতা, টি রক্তচাপ, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, তাদের উচ্চ আওয়াজে গান শোনার জন্য প্রতিবেশীদের অসুবিধার সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, মনির হোসেনের ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশে শব্দ দূষণ সমস্যা সৃষ্টি করছে
যখন থেকে চাষবাস করে স্বচ্ছল হয়েছে, তখন থেকে মানুষ প্রকৃতিকে
জন্য করার চেষ্টা চালিয়েছে
প্রকৃতির মূল উপাদান হলো মাটি, পানি, বায়ু ও তাপ। সূর্য আমাদের আলো ও তাপ দেয়।
(source)[https://images.app.goo.gl/QuiandQe2MbV1RdCA]
মাটির উপর জন্মানো
উত্ত সমস্যা তথা শব্দ দূষণ থেকে উত্তরণের জন্যে আমার অনেক দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। নিচে পাঠ্যপুস্তকের
যায়, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। আর এসবের ওপর নির্ভর করেই আমার মতামত তুলে ধরা হলো। পৃথিবীতে মানুষের বসবাস সম্ভব হয়েছে। মনির হোসেনের ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশে শব্দ দূষণের মতো সমস্যা
মানুষ যে দিন থেকে চাষবাসের মাধ্যমে স্বচ্ছল হয়েছে, সেদিন থেকে প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে।
(source)[https://images.app.goo.gl/RDnf5tt2mWrk2ky56]
আর ফলশ্রুতি হিসেবে পরিবেশ ধীরে ধীরে তার ভারসাম্য হারিয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের মূল উপাদান পানি, বায়ু, মাটি ৫. উচ্চস্বরে আওয়াজ কিংবা কোনো গোলমাল করবো না। দূষিত হচ্ছে। আর এর নেতিবাচক প্রভাব আমাদের ওপরই পড়ছে। উদ্দীপকেও আমরা অনুরূপ পরিবেশগত সমস্যার বিষয়টি দেখতে পাই ।