তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটছে মাটির উপযোগিতা বা গুরুত্ব ব্যাখ্যা কর। ণ. উক্ত সম্মেলনে তোমাকে অতিথি করা হলে সেখানে পরিবেশ দূষণের কী কী কারণ তুলে ধরবে আলোচিত সমস্যা ও আমাদের ভবিষ্যৎ সম্পর্কে
(source)[https://images.app.goo.gl/1NFwPk8RTMHATF2t7]
আমাদের আরাম-আয়েশ নিশ্চিত করতে একইভাবে আমরা নিঃশেষ করে চলেছি খনিজসম্পন, পশু-পাখি, নদী-নালাসহ প্রকৃতির নানা উপাদান। বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক প্রজাতি যা কোনো না কোনোভাবে আমাদের ৩ টিকে থাকার লড়াইয়ে সহায়তা করতো। এছাড়া ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাতে B সমুদ্রের তীরবর্তী দেশগুলোর নিম্নাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা আছে। পরিশেষে বলা যায়, পরিবেশগত সমস্যা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত সমুদ্রের উচ্চতা বেড়ে করে তুলছে। তাই এ সমস্যা মোকাবিলায় আমাদের সবারই সচেতন হওয়া একান্ত প্রয়োজন।