তাপমাত্রা বৃদ্ধির ফলে

in r2cornell •  2 years ago 

তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটছে মাটির উপযোগিতা বা গুরুত্ব ব্যাখ্যা কর। ণ. উক্ত সম্মেলনে তোমাকে অতিথি করা হলে সেখানে পরিবেশ দূষণের কী কী কারণ তুলে ধরবে আলোচিত সমস্যা ও আমাদের ভবিষ্যৎ সম্পর্কে

বাড়ছে-পৃথিবীর-তাপমাত্রা-678x381.jpg
(source)[https://images.app.goo.gl/1NFwPk8RTMHATF2t7]
আমাদের আরাম-আয়েশ নিশ্চিত করতে একইভাবে আমরা নিঃশেষ করে চলেছি খনিজসম্পন, পশু-পাখি, নদী-নালাসহ প্রকৃতির নানা উপাদান। বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক প্রজাতি যা কোনো না কোনোভাবে আমাদের ৩ টিকে থাকার লড়াইয়ে সহায়তা করতো। এছাড়া ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাতে B সমুদ্রের তীরবর্তী দেশগুলোর নিম্নাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা আছে। পরিশেষে বলা যায়, পরিবেশগত সমস্যা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত সমুদ্রের উচ্চতা বেড়ে করে তুলছে। তাই এ সমস্যা মোকাবিলায় আমাদের সবারই সচেতন হওয়া একান্ত প্রয়োজন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!