পশুপাখি ঘুমায় কতক্ষণ
ঘুম আমাদের সবচেয়ে প্রিয়। কেউ কাতর হয় এক ফোটা ঘুমের জন্য। কেউ আবার ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দেয় দীর্ঘ মানুষের মধ্যে ঘুমের তারতম্য লক্ষ করা যায়। কারো যুদ্ধের সঙ্গে কারো ঘুমের মিল নেই। কেউ ঘুমায় কম, কেউ ঘুমায় বেশি।
প্রাণিদের ঘুম গভীর ও দীর্ঘ। তৃণভোজীদের ঘুমের ধারা শিকারিদের বিপরীত। বিজ্ঞানীদের মতে, প্রাণিকুলের অস্তিত্ব রক্ষার জন্য রয়েছে প্রকৃত ক্ষমতা। এর সাহায্যে দুর্বল প্রাণিরা নিজেদের শত্রুর আক্রমণ থেকে সহজভাবে রক্ষা করতে পারে। যখন হিংস্র মাংসাশী প্রাণিকুল দীর্ঘ ও গভীর ঘুমে নিমগ্ন থাকে তখন এরা বাইরে যেতে পারে নিশ্চিন্তে। দূর্বল প্রাণিদের ঘুম খুব হালকা। শক্তিশালী প্রাণি যেমন বাঘ, সিংহের ঘুম গভীর । একটি সিংহ গড়ে আঠারো উনিশ ঘন্টা পর্যন্ত ঘুমায়। নিরাপদ আশ্রয়ে কোমলপ্রাণ কাঠবিড়ালী চৌদ্দ ঘন্টা ঘুমোতে পারে। মজার ব্যাপার হাতির বিশাল চেহারা হলেও তার ঘুম কিন্তু খুব কম। হাতি কখনওই মাত্র তিন চার ঘন্টার বেশি ঘুমায় না । বোধহয় ঐ বিশাল দেহের জন্য খাবারের সন্ধানে তাকে অনবরত ব্যস্ত থাকতে হয় বলেই হাতির ঘুম এত কম । বিজ্ঞান বলে, ঘুম সবরকম অনুভূতি সমানভাবে প্রবাহিত করে না। যেমন ঘুমের সময় ঘ্রাণ ও আস্বাদনের অনুভূতি বিশেষভাবে হ্রাস পায়। কিন্তু কুকুর খুব সজাগ। একটু আধটু আওয়াজেই তারা জেগে ওঠে
আর রাতের অন্ধকার নেমে এলেই মূলত প্রাণিরা ঘুমের সুযোগ খুঁজে ফেরে। কিন্তু অনেক প্রাণি আছে যারা দিনে ঘুমোয় রাতে জাগে। যেমন প্যাঁচা, বাদুড় ইত্যাদি ।