👉👉লেখক যদি হতে চাও(If you want to be a writer)

in r2cornell •  3 years ago 

লেখক যদি হতে চাও:

writter-1-5da56197e7c05.jpg
Image source

লিখতে হোলে শিখতে হয় কথাটি সম্ভবত কবি নজরুল বলেছিলেন এবং অতি সত্য কথাই বলেছেন। শুধু লেখার কথা কেন, পৃথিবীতে এমন কোন কর্ম নেই যা উত্তমরূপে শিক্ষা না করে সুচারুরূপে সম্পাদন করা যায়।
আর সাহিত্য যেহেতু একটি সুকুমার বৃত্তি সেহেতু পূর্ণ আত্মনিবেদন ও একাগ্রতা ছাড়া সাহিত্যের ভুবনে প্রতিষ্ঠা ও মর্যাদার আসন লাভ করা অসম্ভব।
পৃথিবীর যেকোন ভাষা ও সাহিত্যের ইতিহাসে যারা স্বনামধন্য হয়েছেন এবং অমরকীর্তি ও কর্মের স্বাক্ষর রেখেছেন, নিরলশ সাধনার মাধ্যমে তা সম্ভব হয়েছিল।
সাহিত্য হল চিন্তার বাহন। সাহিত্যের মাধ্যমে সূচিত হয় দেশ, সমাজ ও জাতি চিন্তাজগতের বিপ্লব ও পরিবর্তন। শুভ কল্যাণের দিকে, কিংবা অশুভ ও কল্যাণের দিকে। সুতরাং পরিপূর্ণ শিক্ষা, চর্চা ও সাধনের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে সাহিত্যের অঙ্গনে সর্বোচ্চ সফলতা।
আমাদেরকে হতে হবে বাংলা ভাষার শক্তিশালী লেখক। দ্বীনের খেদমত ও সমাজ সংস্কারের ক্ষেত্রে কলমী হবে আমাদের শ্রেষ্ঠ মাধ্যম। প্রশ্ন হল কিভাবে আমরা সাহিত্য সাধনা করব? কিভাবে সফল লেখক হওয়া যায়? লেখা শিখতে হলে কি কি আমাদের করতে হবে?

tqcher-.png
Image source

অতি সঙ্গত প্রশ্ন? তবে পোস্টে আজকে নয় বহুদিন আগে ইউরোপে এক স্বনামধন্য লেখোকের মনে তরুণ বয়সে প্রশ্ন জেগেছিল। নাম তার এডমন্ড এ্যাপলেড। ভবিষ্যতে তিনি যুগের সেরা লেখক ও সাহিত্যিক হতে চান কিন্তু কিভাবে তা সম্ভব কি তার করণীয়?
হঠাৎ তার মাথায় একটু বুদ্ধি খেলে গেল। তিনি সে যুগের শ্রেষ্ঠ 5 জন সাহিত্যিকের কাছে এ প্রশ্নের জবাবে পাঠালেন। আমার মনে হয় প্রখ্যাত এক তরুণের এই অভিনব প্রশ্ন যুগের সেরা সাহিত্যিকদের চমৎকৃত করেছিল।
তাই তারা প্রত্যেকে এডমন্ড কে তার প্রশ্নের উত্তর এবং সুচিন্তিত পরামর্শ পাঠিয়েছিলেন। জে, বি পিষ্টাল লিখেছেন, তুমি যদি আদর্শ লেখক হতে চাও তাহলে তোমার প্রথম কর্তব্য হলো আদর্শ লেখকদের পরামর্শ লেখাগুলো গভীর মনোযোগের সঙ্গে বারবার পড়া, তারা কিভাবে লিখেছেন, কেমন শব্দ চয়ন ও বাক্য গঠন করেছেন, কি ধরনের রীতি ও ছেলে ব্যবহার করেছেন? কিভাবে বিষয়বস্তু বিস্তার ও সংকোচন করেছেন? কিভাবে বক্তব্য ও তার যুক্তি উপস্থাপন করেছেন? এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ ও অনুধাবন করতে হবে।

womanwriting-768x353.jpg
Image source

দ্বিতীয় কর্তব্য হলো প্রতিদিন কোন না কোন বিষয়ে কিছু না কিছু লিখতে থাকা। ভুলে যেও না যে, কয়েকদিন বেশি পরিমাণ লেখা আছে প্রতিদিন অল্প পরিমাণ লেখা অনেক বেশী কার্যকর ও ফলপ্রসূ।
সমারসেট মম লিখেছেন-ভালো লেখক হওয়ার অন্যতম শর্ত হলো হৃদয়ের গভীরে লেখার প্রতি আবেগ ও প্রেরণা এবং অনুরাগ ও মমত্ববোধ থাকা। এটাই তোমার লিখতে এবং শিখতে উদ্ধুদ্ধ করবে।
সহজাত প্রেরনাই তোমাকে উদ্দেশ্য করে উপনীত হওয়ার জন্য ব্যাকুল করে রাখবে। নিরুত্তাপ হৃদয়ে আর যাই হোক সাহিত্য চর্চা হয় না।
দ্বিতীয় কথা, যা কিছু তুমি লিখবে সহজ-সরল ভাষায় লিখবি। সহজ চিন্তা, সহজ শব্দ, সহজ বাক্য এবং সহজ বর্ণনা এগুলোই হল আদর্শ লেখার গুণ ও বৈশিষ্ট্য।
ঠিক যেভাবে তুমি তোমার অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে অন্তরঙ্গ বিষয়ে আলাপ করো। নিকলাস মোমারট লিখেছেন-ভালো লেখক হওয়ার চারটি শর্ত।
প্রথমত কোন বিষয়ে লেখার আগে সে বিষয়ে যতটা সম্ভব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা। সংশ্লিষ্ট বিষয়ে তোমার পথের সঞ্চয় যত সমৃদ্ধ হবে লেখাটিতে সারগর্ভ, গতিশীল ও হৃদয়গ্রাহী হবে।
তোমার অভিজ্ঞতা সীমানা থেকে দূরের কোনো বিষয়ে কখনো কলম ধরার চেষ্টা করো না। কেননা সেটা হবে পন্ডশ্রম।

          If you want to be a writer:

You have to learn to write, the word is probably said by the poet Nazrul and he has said the very truth. Why just write, there is no work in the world that can be done smoothly without a good education.
And since literature is a gentle scholarship, it is impossible to gain a foothold in the world of literature without full dedication and concentration.
Those who have become famous in the history of any language and literature of the world and have left their mark of immortality and deeds, it was made possible through relentless pursuit.
Literature is the vehicle of thought. Literature signifies the revolution and change in the thinking of the country, society and nation. Towards good and good, or towards evil and good. So we have to achieve the highest success in the field of literature through full education, practice and practice.
We have to be strong writers of Bengali language. The pen will be our best medium for the service of religion and social reform. The question is how do we pursue literature? How to be a successful writer? What do we have to do to learn to write?
Very relevant question? However, not today, but a long time ago, a well-known writer in Europe had a question in his mind at a young age. His name is Edmund Appled. In the future he wants to be the best writer and literary of the age but how is that possible?
Suddenly a little intelligence played in his head. He sent the answer to this question to the 5 best writers of that era. I think this fancy question of a famous young man amazed the best writers of the age.
So they each sent Edmund an answer to his question and thoughtful advice. As J. B. Pistel writes, if you want to be an ideal writer, your first duty is to read the advice of ideal writers with deep attention, how they wrote, what words they chose and formed sentences, what kind of manners and boyhood did they use? How did you expand and contract the content? How did you present the statement and its argument? These need to be deeply observed and understood.
The second duty is to write something or other on a daily basis. Don't forget that writing a few days is a lot more effective and fruitful than writing a small amount every day.
Somerset Mom writes: One of the prerequisites for being a good writer is to have a deep passion for writing and a passion for writing. This is what will motivate you to write and learn.
Instinctive motivation will keep you anxious to reach the goal. Literature is no longer practiced in the heart without any warmth.
Secondly, whatever you write, write in simple language. Simple thoughts, simple words, simple sentences and simple descriptions are the qualities and characteristics of ideal writing.
Just like you talk about intimacy with your best friend in an intimate environment. Nicholas Momart writes: Four conditions to be a good writer.
The first step is to acquire as much knowledge and experience as possible about a subject before writing about it. The richer your path savings in related topics, the more meaningful, dynamic and heartfelt the writing will be.
Never try to write about anything beyond your experience. Because that will be pandasrama.

如果你想成为一名作家:
你必须学会​​写作,这个词可能是诗人纳兹鲁尔所说的,他说的是实话。 为什么要写作,世界上没有没有良好的教育可以顺利完成的工作。
而文学既然是一门温文尔雅的学问,没有全身心的投入和专注,就不可能在文学界站稳脚跟。
那些在世界任何语言和文学史上成名并留下不朽印记和事迹的人,都是通过不懈的追求而成为可能的。
文学是思想的载体。 文学象征着国家、社会和民族思想的革命和变化。 向善与善,或向恶与善。 所以我们必须通过充分的教育、实践和实践,在文学领域取得最高的成功。
我们必须成为强大的孟加拉语作家。 笔将是我们为宗教和社会改革服务的最佳媒介。 问题是我们如何追求文学? 如何成为一名成功的作家? 我们需要做什么来学习写作?
非常相关的问题? 然而,不是今天,而是很久以前,一位欧洲著名作家年幼时就有一个疑问。 他的名字是埃德蒙·阿普尔德。 将来他想成为那个时代最好的作家和文学家,但这怎么可能呢?
突然,他的脑海中浮现出一点点智慧。 他将这个问题的答案发给了那个时代的 5 位最佳作家。 我认为一个著名的年轻人提出的这个奇特的问题让当时最优秀的作家感到惊讶。
因此,他们每个人都向 Edmund 发送了他的问题的答案和深思熟虑的建议。 正如 JB Pistel 所写,如果你想成为一名理想的作家,你的首要任务是认真阅读理想作家的建议,他们是如何写作的,他们选择了什么词和句子,他们使用了什么样的举止和童年 ? 你是如何扩展和收缩内容的? 你是如何陈述陈述及其论点的? 这些都需要深入观察和理解。
第二个职责是每天写点什么。 不要忘记,写几天比每天写少量更有效和富有成效。
萨默塞特妈妈写道:成为一名优秀作家的先决条件之一是对写作有深厚的热情和对写作的热情。 这将激励你写作和学习。
本能的动机会让你渴望达到目标。 文学不再在没有任何温暖的心中实践。
其次,无论你写什么,用简单的语言写。 简单的思想、简单的文字、简单的句子、简单的描述,是理想写作的品质和特点。
就像您在亲密的环境中与最好的朋友谈论亲密一样。 Nicholas Momart 写道: 成为一名优秀作家的四个条件。
第一步是在撰写某个主题之前尽可能多地获取有关该主题的知识和经验。 你在相关主题上的路径储蓄越丰富,写作就越有意义、更有活力、更真诚。
永远不要试图写出超出你经验的任何东西。 因为那将是熊猫。

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.