Some flower photography I have taken.

in r2cornell •  18 days ago 

Bismillahir Rahmanihir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope you are doing well by the grace of Allah. I am also very well, Alhamdulillah, by the grace of Allah and your prayers and love. I am very healthy, Alhamdulillah. I can't spend time with you in between studies and work. I can post a lot of times and sometimes I can't. This is because of my busy schedule. Because we are living such a life that our studies are very important at the moment, but to do that study, we definitely need money. To fulfill that need, we have to work along with studies.

1000015358.jpg

To study, we definitely need money, but if we can't afford to pay that money from home, then we have to do something ourselves and study because education cannot be left out in any way. Education is the backbone of the nation. Therefore, if we want to be well-educated, we must work tirelessly and study. If we can move forward with tireless work and diligence, then our days ahead will be very beautiful and orderly. I am currently enrolled for B.Sc. and at the same time, I have taken a job at Bangladesh Special Hospital. I will have to earn money from there to pay for my studies. There is a lot of work ahead, but I have to be successful, otherwise I will not be able to do it.

1000015356.jpg1000015361.jpg

When I am at home, when I go to the balcony, there are many beautiful flowers. I pick these flowers from there. Usually, the flower plants that are planted in the house are kept in a pot. Because it is not possible to plant flower plants in the ground at home, because flower plants have to be planted on the building in the house, so the flower plants have to be planted with soil in the pot and properly managed, otherwise there is a possibility that the flower plants will die. So, water has to be poured on those flower plants every day and people are also kept at different times to pour that water. They cultivate those flower plants and if there are few people in the house, then they take care of those flower plants.

1000015360.jpg

Anyway, I would like to know how my flower photography turned out. I hope the flower photography turned out very beautiful. If you like it, then definitely leave a comment and encourage me for the next post. I am saying goodbye here today. May everyone be well and healthy, may Allah protect you.

1000015359.jpg

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। লেখাপড়া ও কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে সময় দিতে পারি না অনেক সময় পোস্ট করতে পারি আবার অনেক সময় করতেও পারে না এটা নিজের ব্যস্ততার কারণে। কারণ আমাদের এমন একটা জীবন চলতেছে যে মুহূর্তে আমাদের লেখাপড়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই লেখাপড়া করতে হলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন সেই টাকা পয়সার প্রয়োজন পূরণ করতে লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে চাকরি করতে হচ্ছে।

1000015357.jpg

লেখাপড়া করতে হলে অবশ্যই টাকা-পয়সার প্রয়োজন হয় কিন্তু সেই টাকা পয়সা যদি বাড়ি থেকে দেওয়ার সামর্থ্য না থাকে তখন নিজেকেই কিছু করতে হয় এবং লেখাপড়া করতে হয় কেননা কোনভাবেই লেখাপড়া ছেড়ে দেওয়া যাবে না শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই আমাদেরকে সুশিক্ষিত হতে হলে অবশ্যই আমাদের অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া করতে হবে। আমরা যদি অক্লান্ত পরিশ্রম ও মেহনত করে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের সামনের দিনগুলো অনেক সুন্দর ও সুশৃংখল হবে। আমি বর্তমানে বিএসসি করার জন্য ভর্তি হব এবং পাশাপাশি বাংলাদেশ স্পেশাল হসপিটালে চাকরি নিয়েছি সেখানে চাকরি করে উপার্জন করে সেখান থেকে পড়াশোনার খরচ চালাতে হবে। সামনে অনেক কাজ কিন্তু সফল হতেই হবে ব্যর্থ হলে কোন ভাবেই চলবে না।

আমি যখন বাসায় থাকি তখন বারান্দার বেলকনিতে গেলে অনেক সুন্দর সুন্দর ফুল রাখা আছে সেখান থেকেই এই ফুলগুলো উঠানো। সাধারণত বাসা বাড়িতে যে ফুল গাছগুলো লাগানো হয় সেগুলো প্রত্যেকটা একটা টপের মধ্যে রাখা হয়। কেননা বাসা বাড়িতে সাধারণত মাটিতে ফুল গাছ রোপন করা সম্ভব হয় না কেননা বাসা বাড়িতে বিল্ডিং এর উপর ফুল গাছ লাগাতে হয় তাই টপের মধ্যে মাটি দিয়ে সেখানে ফুলগাছ রোপণ করতে হয় এবং যথাযথ পরিচালনা করতে হয় অন্যথায় ফুল গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দৈনন্দিন সেই ফুলগাছে পানি ঢালতে হয় আর সেই পানি ঢালার জন্য বিভিন্ন সময় লোকও রাখা হয় তারা সেই ফুল গাছগুলো চর্চা করে আর যদি বাসা বাড়িতে লোক কম হয় তাহলে তারাই সে ফুল গাছগুলোর যত্ন নিয়ে থাকে।

যাই হোক আমার ফুলের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই আপনাদের একটু কমেন্ট কাম্য। আমি আশা করি ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে পরবর্তী পোস্টের জন্য উৎসাহিত করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!