The amount of joy a farmer gets when he brings home the paddy.

in r2cornell •  3 hours ago 

Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope everyone is well, I am very well, Alhamdulillah, I am healthy. I have decided to discuss the topic with you today, planting rice in the natural environment and sharing some things with you all, Insha Allah. So friends, if we look at nature, look at the rural environment, then the first thing we can see is that by the grace of Allah, by spending the labor, effort and fine talent of the farmers, they are planting rice in the land and after the rice is ripe, they are cutting it and taking it home.

1000014720.jpg

Every farmer has only one thought, how can he harvest more rice? To harvest more rice, he must work hard on the land and if that work goes to waste, then the farmer's entire vehicle and property will be damaged. If he can produce rice in the right way, then there will be a smile on the farmer's chest and a smile on the face of the whole of Bangladesh because if the farmers do not cultivate, then the people of the whole of Bangladesh will fall into poverty and there will be a cry. Therefore, the farmers play the biggest role in making Bangladesh run smoothly because if they do not work hard to stop it, then how will the people of the whole of Bangladesh survive? Then the whole of Bangladesh will fall into a cry.

1000014717.jpg

And we have to admit that farmers have a huge contribution to the well-being of the whole of Bangladesh, so farmers should be respected a lot, but if we look at the reality, our rural farmers are very ashamed and humiliated today. The bigwigs do not want to pay any attention to farmers, do not want to evaluate them, or they think that farmers are small people, what should we do with them? They will be with the poor and we will order them, they will do our work. The rich people think so.

1000014716.jpg

Not only that, but these issues should also be clear to you because today's farmers are not getting their due even after working very hard and hard, they are being humiliated and neglected by the society. People do not want to evaluate them, thinking that they are farmers and do not need to give so much to their potential. But I want to tell them that if you were a farmer, how would you feel if you were underestimated like this? You would definitely feel bad if you consider yourself, you will understand very easily, I do not think you need to explain it anymore.

1000014718.jpg

When a farmer plants rice in the land, he has to do a lot of work before that, such as cleaning the entire land and charging it several times, and it costs him a lot of money to charge this land. Not only that, but when charging, there is a lot of grass in the land, and that grass has to be removed selectively. Moreover, if a lot of grass grows in the land, then no crop will be able to grow in the land, so the farmer carefully removes the grass from the land. Not only that, if poison has to be applied to kill the grass, the farmer applies it, but he still wants a good crop in his land.

1000014719.jpg

When the crop starts growing, the farmer plays a wave of joy because of the farmer. First of all, there is the mercy of Allah Ta'ala, but no one can deny this. After that, the farmer has many roles, such as when the rice grows, he has to water the land, if there are insects, he has to poison it. There are also many other tasks that you can also find out by talking to the farmer. So friends, when the rice ripens, does a different kind of happiness arise in the mind and the farmer then cuts the rice and brings it home.

Again, farmers often fall into losses, for example, if the season for harvesting rice changes slightly, then there may be rain, there is a possibility of rice being spoiled due to rain or drought, and when the rice is going to be harvested, that is, when the rice is ripe, there is hail, then the farmer suffers so much loss that even with compensation, a farmer cannot be made to understand. If the bigwigs underestimate them, then think about it a little and see what the situation will be like. Finally, I will say that it is important for us to evaluate the farmers. Let us evaluate the farmers properly, no matter how big they are, InshaAllah.

I am leaving here like today. May everyone be well and healthy. I am ending my brief speech here, may Allah Hafez preserve us.

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমি নির্ধারণ করেছি প্রাকৃতিক পরিবেশের মধ্যে ধান রোপন করা ও কাতার বিষয়ে সবাইকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমরা যদি প্রাকৃতির দিকে তাকাই গ্রামীন পরিবেশের দিকে তাকায় তাহলে আমরা সর্বপ্রথম যেটি দেখতে পারি সেটি হচ্ছে কৃষকের শ্রম পরিশ্রম ও সুক্ষ মেধা ব্যয় করে আল্লাহর রহমতে তারা জমিনে ধান লাগাচ্ছে এবং ধান পাকার পরে তা কেটে ঘরে তুলছে।

প্রত্যেক জন কৃষকের কিন্তু একটাই চিন্তাধারা সে কিভাবে বেশি ধান ঘরে তুলতে পারে বেশি ধান ঘরে তোলার জন্য অবশ্যই জমিনে বেশি পরিশ্রম করতে হবে আর সে পরিশ্রমটা যদি বিছা হয়ে যায় তাহলে তো কৃষকের পুরো যান ও মালের ক্ষতি হয়ে যাবে আর যদি সঠিক পদ্ধতিতে ধান উৎপন্ন করতে পারে তাহলে হাসি ফুটবে কৃষকের বুকে আর হাসি ফুটবে পুরো বাংলাদেশের মুখে কেননা কৃষকরা যদি চাষ না করে তাহলে পুরো বাংলাদেশের মানুষ অভাবে পড়ে যাবে হাহাকার উঠে যাবে তাই বাংলাদেশকে সুন্দরভাবে চলার জন্য কৃষকের সবচেয়ে বেশি বড় ভূমিকা ভূমিকা রাখে কেননা তারা যদি বন্ধ করতে পরিশ্রম না করে তাহলে পুরো বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচবে তখন পুরো বাংলাদেশ হাহাকারের মধ্যে পড়ে যাবে।

আর এটি আমাদেরকে স্বীকার করতে হবে পুরো বাংলাদেশ ভালো থাকার পিছনে কৃষকের অনেক বড় বেশি অবদান রয়েছে তাই কৃষকদেরকে অনেক বেশি সম্মান করতে হবে কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে তাকাই তাহলে আমাদের গ্রাম অঞ্চলের কৃষকগুলো আজ খুবই লজ্জিত ও অপমানিত হচ্ছে বড়লোকেরা কৃষকদের কোন পাত্তাই দিতে চায়না তাদেরকে কোন মূল্যায়ন করতে চায় না কেন বা তারা মনে করেন কৃষক হচ্ছে ছোট জাতের মানুষ তাদের সাথে আমাদের কিসের চলাফেরা তারা থাকবে গরিবদের সাথে আর আমরা তাদেরকে অর্ডার করবো তারা আমাদের কাজ করে দেবে ধনী ব্যক্তিরা এমনটাই মনে করে।

শুধু তাই না এ বিষয়গুলো কিন্তু আপনাদের কাছেও ক্লিয়ার হওয়ার কথা কেননা আজকের কৃষকরা খুব বেশি মেহনত ও পরিশ্রম করার পরেও তারা তাদের প্রাপ্য পাচ্ছে না তারা সমাজের লাঞ্ছিত আর অবহেলিত হচ্ছে মানুষ তাদেরকে মূল্যায়ন করতে চায় না মনে করে সে একজন কৃষক তার সম্ভাব্য এত দেওয়ার দরকার নেই কিন্তু আমি তাদেরকে বলতে চাই যদি আপনি কৃষক হতেন তাহলে আপনাকে যদি এভাবে অমূল্যায়ন করা হতো তাহলে আপনার কেমন লাগতো অবশ্যই খারাপ লাগতো আপনি নিজের দিকেই যদি বিবেচনা করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আপনাকে আর বোঝানোর প্রয়োজন হবে বলে আমি মনে করছি না।

একজন কৃষক যখন জমিনে ধান লাগায় তার আগে অনেক কাজ করতে হয় যেমন পুরো জমিনটা সুন্দর করে কয়েকবার চার্জ দিতে হয় আর এই জমির চার্জ দেওয়ার সময় তার অনেক টাকা খরচ হয় শুধু তাই নয় চার্জ দেওয়ার সময় জমিনের মধ্যে অনেক ঘাস থাকে সেই ঘাস গুলো বেছে বেছে ফেলে দিতে হয়। তাছাড়া জমিনের মধ্যে অনেক ঘাস যদি জন্মায় তাহলে কোন ফসল জমিনের মধ্যে উঠতে পারবে না তাই কৃষক এদিকে লক্ষ্য করে জমিনের ঘাস গুলো বেছে বেছে ফেলে দেয় শুধু তাই নয় যদি ঘাস মরে যাওয়ার বিষ প্রয়োগ করতে হয় তাহলে কৃষক তাই প্রয়োগ করে তবুও তার জমিনে ভালো ফসল হোক এটাই চাই।

ফসল যখন বড় হতে থাকে তখন কৃষকের বলে আনন্দের ঢেউ খেলে এই বড় হওয়ার পেছনে কৃষকের অনেক অবদান রয়েছে সর্বপ্রথম আল্লাহ তাআলার রহমত আছে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেনা এরপরে কৃষকের অনেক ভূমিকা রয়েছে যেমন যখন ধান বড় হয় তখন জমিনে পানি দিতে হয় যদি পোকা ধরে তাহলে বিষ দিতে হয় এছাড়াও আরো অনেক কাজ রয়েছে যেগুলো আপনারা কৃষকের সাথে কথা বলেও জেনে দিতে পারবেন। তো বন্ধুরা যখন ধান পেকে যায় তখন কি সুখের মনে অন্য রকম আনন্দ সৃষ্টি হয় আর কৃষক তখন টাকা ধান কেটে বাড়িতে উঠায়।

আবার কৃষক অনেক সময় ক্ষতির মধ্যে পড়ে যায় যেমন সে ধান কাটা টা যদি সিজন একটু পরিবর্তন হয় তাহলে বৃষ্টি হতে পারে বৃষ্টি অনাবৃষ্টি কারণে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যখন ধান কাটতে যাবে অর্থাৎ ধান পেকে গেছে এমন সময় শিলাবৃষ্টি হয় তাহলে কৃষকের এত পরিমাণ ক্ষতি হয় যা ক্ষতিপূরোধ দিয়েও একজন কৃষককে বুঝ দেওয়া যায় না সেখানে যদি বড়লোকেরা তাদেরকে অমূল্যায়ন করে তাহলে বিষয়টা কেমন হবে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। পরিশেষে বলবো কৃষকদের মূল্যায়ন করা আমাদের জরুরী আসুন আমরা যত বড়লোকি হয় না কেন কৃষকদের যথাযথ মূল্যায়ন করব ইনশাআল্লাহ।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!