Family

in r2cornel •  3 years ago 

images - 2021-12-28T154220.454.jpeg
Family structure and socialization

In a primary institution of family and society. Society has originated from family. The family is one of the social institutions that has developed in the society.

The genuine close relationship of the people is formed through this organization. From the beginning of family life, every group of people has to go through the first stage of life. Our family structure is formed by the combination of lotus activities of other persons including parents, siblings or parents, uncles, aunts, grandparents.
Gradually people come in contact with different institutions of the society and adapt to the social environment. The process of feeding is socialization which continues throughout human life. Social factors are very important in the case of easy sisters. People achieve social perfection and become a responsible member of society through social taxes.
Every human child is born into a family and grows up in a family from an early age. Human birth is the culmination of the entire working life and the end result is family ties. There is no human society in the world where there is no family because humanity cannot be imagined without family. The family is the smallest social organization where parents and their children live together in harmony. The social development of the child takes place in the family under the control of the affectionate love rule of the parents, siblings and other members of the family.
Thanks to everyone for visiting my post.

পরিবার কাঠামো ও সামাজিকীকরণ

পরিবার ও সমাজের প্রাথমিক একটি প্রতিষ্ঠানে। পরিবার থেকে সমাজের উৎপত্তি হয়েছে। সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবার।

মানুষের অকৃত্রিম নিবিড় সম্পর্ক এই প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠে। পারিবারিক জীবনের সূচনা থেকেই প্রতিটি মানুষের গোষ্ঠী জীবনের প্রথম ধাপ অতিক্রম করতে হয়। পিতা-মাতা ভাই-বোন অথবা পিতা-মাতা ভাই-বোন চাচা চাচি দাদা-দাদী সহ অন্যান্য ব্যক্তিবর্গের পদ্ম কার্যকলাপের সমন্বয় আমাদের পারিবারিক কাঠামো গড়ে ওঠে।
ধীরে ধীরে মানুষ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্পর্শে আসে এবং সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে। এফ খায় খাইয়ে চলার প্রক্রিয়াগুলো সমাজীকরন যা মানুষের সমগ্র জীবন পথে চলতে থাকে। সহজে বোনের ক্ষেত্রে সামাজিক কারণ খুবই গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করে এবং সমাজের একজন দায়িত্বশীল সদস্য পরিণত হয় সামাজিক করনের মাধ্যমে।
প্রত্যেকটি মানব শিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারে বেড়ে ওঠে সেই ছোটবেলা থেকেই। মানুষের জন্ম সমগ্র কর্মময় জীবন এবং শেষ পরিণতি পারিবারিক বন্ধনের মাধ্যমে সমাপ্ত হয়। পৃথিবীতে এমন কোন মানব সমাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেখানে পরিবার নেই কারন পরিবার ছাড়া মানবতার কথা কল্পনা করা যায় না। পরিবার হলো একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন যেখানে পিতা-মাতা ও তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে মিলেমিশে। পিতা-মাতা ভাই-বোন পরিবারের অন্যান্য সদস্যদের স্নেহ ভালোবাসা শাসন নিয়ন্ত্রণের মধ্যে পরিবারে শিশুর সামাজিক বিকাশ ঘটে।

ধন্যবাদ সকলকে আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!