টিস্যু দিয়ে ফুল তৈরি ।

in r2cornel •  2 years ago 



আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি । আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব প্লাস্টিক বোতল ও টিস্যু পেপার দিয়ে সুন্দর গুলদাস্তা DIY । আশা করি সবাইকে ভালো লাগবে ।

IMG_20210906_160313.jpg

IMG_20210906_155456.jpg




প্রথমে আমি টিস্যু পেপার কিনে এনেছি । তার পর টিস্যু পেপার সাইজ করে কেটে নিয়েছি ।

IMG_20210905_202515.jpg

IMG_20210906_084901.jpg

সাইজ করে কেটে নেওয়ার পর , দুইটি টিস্যু পেপার একজাস্ট করেছি ।

IMG_20210906_085506.jpg

তারপর সুন্দর করে তিনটা ভাজ করে নিয়েছি ।

IMG_20210906_093259.jpg

এবার দুই প্রান্তে সুর করে কাঁচি দিয়ে কেটে ডিজাইন করেছি ।

IMG_20210906_085713.jpg

IMG_20210906_112147.jpg

তা রপর যে তিনটা ভাজ দিয়েছিলাম ধীরে ধীরে পুনরায় আবার খুললাম। দেখলাম তার কাটার মত সাইট দিয়ে অনেকগুলো ডিজাইন হয়েছে।

IMG_20210906_090155.jpg

IMG_20210906_112459.jpg

IMG_20210906_095423.jpg

IMG_20210906_095407.jpg

তারপর এপিট ওপিট করে ছোট ছোট ভাঁজ করে নিয়েছি। সম্পূর্ণ ভাঁজ করা হয়ে গেলে একটি সুতো দিয়ে মাঝখানে বেঁধে দিয়েছি।

GIF-210906_192531.gif

IMG_20210906_090435.jpg

IMG_20210906_100325.jpg

সুতোর বাঁধন দাওয়া হয়ে গেলে। এক প্রান্ত থেকে ধীরে ধীরে টিস্যুর জয়েন্ট গুলো খুলতে হবে ।

GIF-210906_192429.gif

সম্পূর্ণ খোলা হয়ে গেলে। একটি সুন্দর ফুলে পরিণত হল।

IMG_20210906_090932.jpg

এরকম আরো অনেকগুলো ফুল তৈরি করলাম।

IMG_20210906_144423.jpg

IMG_20210906_144416.jpg

IMG_20210906_141155.jpg

এবার একটি প্লাস্টিকের বোতল নিলাম। বোতলটিকে মাছ দিয়ে কেটে দু'ভাগ করলাম।

IMG_20210906_141357.jpg

IMG_20210906_141945.jpg

এবার বোতলটিটে ফুলগুলো ভালো ভাবে সাজানোর জন্য কাঁচি দিয়ে কেটে নিলাম ।

GIF-210906_161759.gif

বোতলটি ভালোভাবে কাটা হয়ে গেলে। ফুলগুলো বোতলটিকে ভালো ভাবে সাজিয়ে বাঁধন দিলাম ।

GIF-210906_161557.gif

IMG_20210906_150434.jpg

IMG_20210906_150425.jpg

বোতলটি চতুর্দিকে ভালোভাবে ফুল গুলো সাজিয়ে নিলাম। তারপর বোতলে দুইটি অংশকে একত্রিত করে দিলাম।

GIF-210906_161400.gif

এবার আমার নিজের হাতে তৈরি করার DIY প্রস্তুত হয়ে গেছে।

IMG_20210906_160143.jpg

IMG_20210906_155307.jpg

এবার আমার সাথে সেলফি নিলাম।

IMG_20210906_160607.jpg

IMG_20210906_160332.jpg




20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!