আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি । আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব প্লাস্টিক বোতল ও টিস্যু পেপার দিয়ে সুন্দর গুলদাস্তা DIY । আশা করি সবাইকে ভালো লাগবে ।
প্রথমে আমি টিস্যু পেপার কিনে এনেছি । তার পর টিস্যু পেপার সাইজ করে কেটে নিয়েছি ।
সাইজ করে কেটে নেওয়ার পর , দুইটি টিস্যু পেপার একজাস্ট করেছি ।
তারপর সুন্দর করে তিনটা ভাজ করে নিয়েছি ।
এবার দুই প্রান্তে সুর করে কাঁচি দিয়ে কেটে ডিজাইন করেছি ।
তা রপর যে তিনটা ভাজ দিয়েছিলাম ধীরে ধীরে পুনরায় আবার খুললাম। দেখলাম তার কাটার মত সাইট দিয়ে অনেকগুলো ডিজাইন হয়েছে।
তারপর এপিট ওপিট করে ছোট ছোট ভাঁজ করে নিয়েছি। সম্পূর্ণ ভাঁজ করা হয়ে গেলে একটি সুতো দিয়ে মাঝখানে বেঁধে দিয়েছি।
সুতোর বাঁধন দাওয়া হয়ে গেলে। এক প্রান্ত থেকে ধীরে ধীরে টিস্যুর জয়েন্ট গুলো খুলতে হবে ।
সম্পূর্ণ খোলা হয়ে গেলে। একটি সুন্দর ফুলে পরিণত হল।
এরকম আরো অনেকগুলো ফুল তৈরি করলাম।
এবার একটি প্লাস্টিকের বোতল নিলাম। বোতলটিকে মাছ দিয়ে কেটে দু'ভাগ করলাম।
এবার বোতলটিটে ফুলগুলো ভালো ভাবে সাজানোর জন্য কাঁচি দিয়ে কেটে নিলাম ।
বোতলটি ভালোভাবে কাটা হয়ে গেলে। ফুলগুলো বোতলটিকে ভালো ভাবে সাজিয়ে বাঁধন দিলাম ।
বোতলটি চতুর্দিকে ভালোভাবে ফুল গুলো সাজিয়ে নিলাম। তারপর বোতলে দুইটি অংশকে একত্রিত করে দিলাম।
এবার আমার নিজের হাতে তৈরি করার DIY প্রস্তুত হয়ে গেছে।
এবার আমার সাথে সেলফি নিলাম।
আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।