আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন.
আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি ,আজকে আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে কিছু কথা বলব।
বর্তমান সমাজ শিক্ষিত সমাজ এই সমাজে অনেক তরুণ-তরুণী অনেক বেশি শিক্ষা গ্রহণ করেও তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে পাচ্ছে না .
যদি সরকারি কোন চাকরির জন্য নিয়োগ দেয়া হয় 100000 তখন ওখানে 17 থেকে 18 লাখ সিভি জমা হয় ।
আর যাদের টাকা আছে মামু আছে খালু আছে তাদের একমাত্র চাকরি হয় আর বাকিরা হতাশ হয়ে বাড়ি ফিরে যায়।
এভাবেই দিন দিন বেড়েই চলেছে বর্তমান সমাজে।
- তাই আমরা যদি একটু বর্তমান সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাই অনেকেই ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছে।
অনেকে উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তাভাবনা করতেছে স্বল্প টাকা বিনিয়োগ করে ব্যবসা করার জন্য অনেকেই উদ্যোক্তা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
অনেকে ব্যবসা শুরু করেও দিয়েছে আবার অনেকে ব্যবসা করার জন্য বিভিন্ন রকম উপায়ে খুজতেছে।
যারা ব্যবসা ব্যবসা করা শুরু করে দিয়েছে তারা অনেকেই নিজেদের পুঁজি হারিয়ে আবার বেকারত্বের খাতায় নিজেদের নাম লিখিয়ে নিয়েছে।
তো আজকে আমি আপনাদেরকে জানাবো ব্যবসা করার আগে কি কি উদ্যোগ নিতে হবে বা ব্যবসা করার আগে কি কি চিন্তা করা উচিত।
আপনি ব্যবসা করবেন ভালো কথা কিন্তু ব্যবসা করার জন্য আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে।
যদি আপনি সঠিক পদ্ধতি না-জেনে ব্যবসা করেন তাহলে আপনার পুঁজি হারাবেন।
যদি সঠিক পদ্ধতি মেনে ব্যবসা শুরু করেন করেন তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন।
একজন সাফল্য ব্যবসায়ী হতে গেলে কি কি জানতে হয় ।
সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলো জেনে ব্যবসা শুরু করলে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে সমাজের কাছে পরিচিত,করে নিতে পারবেন।
(1) আপনি ইসলামিক দৃষ্টিতে ব্যবসা করবেন,
আমাদের দেশ মুসলিম দেশ যেহেতু আমাদের দেশে মুসলমান বেশি তো ব্যবসা করার আগে অবশ্যই ইসলামের দৃষ্টিতে ব্যবসা কেমন করলে ভালো হয় হালাল-হারাম নিয়ে কোন কথা না জানা থাকলে অবশ্যই সেগুলো জেনে নেবেন।
আমাদের পবিত্র আল-কুরআনে আল্লাহতালা বলেছেন ব্যবসা হালাল করে করলে তার চেয়ে উত্তম কিছু আর নেই,
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিভিন্ন হাদিসে ব্যবসা সম্পর্কে অনেক বর্ণনা করেছেন,
এছাড়াও তায়েব তায়েবিইদের মধ্যেই একজন ছিলেন হেদায়েতুন মুরশরিদিন উনি বলেছেন :-
নবীজির শিক্ষা কখনো করুণা ভিক্ষা
অতএব আমাদের নবী সব সময় শিখিয়েছেন কাজ করে বাঁচো কাজ করে ইনকাম করে সংসার বাঁচাও ।
তবে কখনো ভিক্ষা করো না ।
ওই সময় কাজের মধ্যে একমাত্র কাজ ছিল ব্যবসা ব্যবসা করে টাকা ইনকাম করে তাদের সংসার চালাত,
আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম এ শীষ আলাইহি সালাতু সালাম এই দুইজনের ব্যবসা ছিল, ।
কৃষি কাজ করা তারা কৃষিকাজ করে ব্যবসা করতেন, ।
হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি দর্জির কাজ করতেন দর্জির ব্যবসা করতেন,
তিনি ওই সময়ে জামা কাপড় সেলাই করে তার জীবিকা নির্বাহ করতেন।
আমরা যদি একটু লক্ষ্য করে তখনকার সময়ের প্রত্যেক নবী রাসূলগণ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করতেন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একজন সফল ব্যবসায়ী ছিলেন,
ওই সময়ের সকল ব্যবসায়ী ছিল হালাল ব্যবসা ওই সময়ে কখনও হারাম ব্যবসা করা হতো না ।
তো আপনারা যদি এখন ব্যবসা করতে চান তাহলে হালাল-হারাম বিবেক বিবেচনা করে আপনার ব্যবসা করবেন ।
আপনি যে ব্যবসাটা করতেছেন ওটা যদি হারামের দিকে যায় বা ওটাতে হারাম আছে কিনা এ সম্পর্কে জানতে হলে আপনাদের স্থানীয় মসজিদের ইমাম বা আপনারা কোন মাওলানার কাছ থেকে এ বিষয়ে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন।
(2) ব্যবসা করার আগে অবশ্যই পরিকল্পনা করে নেবেন,
আপনি তো ব্যবসা করবেন মনে মনে স্থির করে নিয়েছেন ।
তো আপনি যে ব্যবসাটা করবেন আপনি যে এলাকায় ব্যবসা করবেন সে এলাকায় আপনার পণ্যের চাহিদা কেমন হবে ।
বা আপনার ব্যবসার জন্য কয়জন কম্পিটিশন থাকবে আপনার ব্যবসার মান কেমন হবে আপনার পণ্য কোন জায়গায় বেশি ব্যবহার হবে।
এই বিষয়গুলো মনে মনে ভাবতে থাকুন এবং মনস্থির করে তারপরে একটু একটু করে এগিয়ে যান।
(3) আপনি কোন ধরনের ব্যবসা করতে চান
আপনাকে একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ।
যে আপনি তো ব্যবসা করবেন এটা স্থির করে নিয়েছেন তো আপনি যে ব্যবসাটা করবেন সেটা আপনার এলাকায় কেমন চলবে ।
আপনি যে পণ্যটা নিয়ে ব্যবসা করতেছেন এটার চাহিদা কেমন বর্তমান সমাজে আপনি এই ব্যবসাটা ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা ।
এসব বিষয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে এগিয়ে যান।
(4) এবার আপনি আপনার ব্যবসার জন্য স্থান তৈরি করুন
আপনি যে ব্যবসাটা করবেন তার জন্য ভালো একটা জায়গা নির্বাচন করুন।
আপনার ব্যবসা করার জায়গাটা যেন জনবহুল হয় তাহলে আপনার ব্যবসা টা বেশ ভালো চলবে শহরে বা গ্রামে ব্যবসা ভালোই চলে।
যেখানে ব্যবসাটা ভালো চলবে ওই জায়গাটা আপনি নির্ধারণ করুন।
(5) আপনার নিজের মধ্যে সততা তৈরি করুন
আপনি ব্যবসা করবেন ব্যবসার জন্য সবচাইতে যেটা বেশি দরকার সেটা হচ্ছে সততা।
হ্যাঁ আপনি প্রথম প্রথম অসাধু উপায়ে আপনার ব্যবসায় অনেক লাভ করতে পারবেন।
কিন্তু ভবিষ্যতে এই ব্যবসা আপনি টিকিয়ে রাখতে পারবেন না ।
আপনি প্রথমে অনেক লাভ নেবেন কিন্তু একসময় এমন একটা লস আপনার খাবেন যেটাতে আপনি পরবর্তিতে আর উঠে দাঁড়াতে পারবেন না ।
আপনার দোকানে কোন কাস্টমার আসবে না
- একটা সময় দেখা যাবে আপনার দোকানের কাস্টমার শুন্য হয়ে গেছে ।
তখন আর আপনি ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না ।
অতএব আপনাকে সবচাইতে বেশি যে দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সততা ।
আর একটা কথা বলা সব চাইতে বেটার আপনি অসাধু উপায়ে ব্যবসা করবেন কিন্তু সেটা হারাম ব্যবসা হবে।
কখনো হালাল হবে না অতএব আপনি যদি হালাল পথে ব্যবসা করতে চান তাহলে নিজের মধ্যে আগে সততা টা তৈরি করে নিন।
(6) ধৈর্য
আপনি যেহেতু ব্যবসা করবেন,
আপনার সবচাইতে বড় জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ।
আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না পবিত্র আল-কোরআন একটা কথা আছে ।
যে ব্যক্তি ধৈর্যধারণ করে তাকে আল্লাহ-তালাও ভালোবাসেন।
তো আপনাকে যদি আল্লাহতালা ভালোবাসেন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনাকে মানুষ ভালোবাসবে।
আর আপনার ব্যবসা সফল হতে বেশিদিন সময় লাগবে না।
(7) আপনার মনবল কে দৃঢ় করে তোলেন
আপনি যেহেতু ব্যবসা করবেন তা আপনার মনটাকে আপনি দৃঢ় করে তৈরি করে নিবেন ।
আপনি যে সবসময় ব্যবসায় লাভ করবেন তা কিন্তু না ।
ব্যবসায় লাভ লস সব কিছুই আছে।
আপনার যখন লস হবে তখন আপনার মন মানসিকতা তৈরী করে নিতে হবে,
আপনি যখন ব্যবসায় লস করবেন তখন আপনি কখনো ভেঙে পড়বেন না ।
বরংচ সেই লস খাওয়া থেকে শিক্ষা গ্রহণ করে আপনি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন ।
আপনার কোন ভুলের কারণে আপনার লস খাইছেন ওই ভুলটা আপনি আবার শুধরে নিবেন।
আর আপনি আপনার দান করার মন-মানসিকতা টা কে বাড়িয়ে নেবেন।
বিপদের সময় ধৈর্য ধারণ করবেন আল্লাহ তা'আলাকে স্মরণ করবেন ।
অবশ্যই আপনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সমাজে মানুষের কাছে পরিচিত হতে পারবেন।
(8) আপনার কথা অবশ্যই সুন্দর হতে হবে
আপনি যেহেতু ব্যবসা করবেন,
অতএব আপনার কথা খুবই সুন্দর হতে হবে ।
আপনি এমন ভাবে কথা বলবেন যেন আপনার প্রত্যেকটা কথায় আপনার মুখ থেকে মুক্ত ঝরে ।
আপনার এই সুন্দর ব্যবহার আপনার কাস্টমারদের কাছে ভালো লাগবে ।তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার কাছ থেকে কিনে নিবে ।
এতে আপনার ব্যবসায় আপনি অনেক লাভবান হবেন,
একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন ।
আপনার যদি কোন কাস্টমার আপনার উপর রাগ দেখায় তাহলে আপনি কখনো তার ওপর রাগ দেখাবেন না।
আপনি তার সাথে সব সময় হাসিমুখে কথা বলবেন এতে আপনার কাস্টমার যতই রাগ করুক না কেন আপনার হাসিমুখ দেখে উনার সব রাগ পানির মত হয়ে যাবে।
(9) আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমই হতে হবে,
আপনি নিজেকে একজন কঠোর পরিশ্রমী মানুষ হিসেবে তৈরি করে নিবেন।
- কারণ সফলতার পেছনে পরিশ্রম সবচাইতে বড় একটি অবদান ।
আপনি যদি পরিশ্রম করে আপনার ব্যবসাটাকে ভালো জায়গা নিয়ে পৌঁছাতে পারেন ।
আপনার প্রতিষ্ঠান টাকে ভালো একটা নাম দিতে পারেন আপনার পরিশ্রমের দ্বারা তাহলে আপনার ব্যবসা খুব অল্প দিনের সাফল্য অর্জন করতে আপনাকে সাহায্য করবে ।
অতএব পরিশ্রমের কোন বিকল্প নেই।
(10) আপনি যত তাড়াতাড়ি পারেন সার্ভিস প্রদান করুন
,
সমাজে ব্যবসা তো সবাই করে ।
আপনার মত ব্যবসা অনেকেই করে থাকে আপনি যে জিনিসটার ব্যবসা করতেছেন সেবে পণ্যের ব্যবসা আরো একজন করতেছে, ।
আর এইসব দেখে খেয়াল রেখে আপনি আপনার ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই আপনি একটা সার্ভিস প্রদান করবেন,
আপনি যে পন্যটি ব্যবসা করতেছেন সেই পণ্য সার্ভিস ডেলিভারি এসব দিক দিয়ে আপনি সবসময় এগিয়ে থাকবেন।
আপনি যেহেতু ব্যবসা করতেছেন অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ।
আপনি রাষ্ট্রের যে নিয়ম নীতি গুলো আছে সেগুলো অবশ্যই আপনি মেনে ব্যবসা করবেন ।
- কারণ রাষ্ট্রের কাছে আপনার একটা হক আছে আবার আপনার হক ও রাষ্ট্রের কাছে আছে এমন টাই।
আপনি ব্যবসা করতে গেলে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন ।
আপনি এবং আপনার ব্যবসার মধ্যে কি কি লাগবে সবগুলো জিনিস আপনি অবশ্যই আপনার ব্যবসা এবং আপনার মধ্যে যোগ করে নেবে,
আপনি যদি আমার এই লেখাটি পড়ে থাকেন তাহলে আপনি এই হিসেবে যদি আপনার ব্যবসা করার ,
আগে যা যা করণীয় এই কাজগুলো করেন তাহলে আপনি একদিন একজন সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে পারবেন।
আমার লেখা টি কার কাছে কেমন লেগেছে সেই অনুযায়ী একটা কমেন্ট করবেন
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.