ছবির উৎস: Unsplash.com
ওদের হাতে স্বাধীনতার পতাকা-
মুখে ওদের ভাষার-ভাষা,
ওরা বলে-এনেছে ওরা স্বাধীনতার সূর্য-,
ওরা বলে-ভুলে যেও না তোমরা স্বাধীনতার উছিষ্ট।
বলে ওরা-
‘স্বাধীনতার প্রদীপ জ্বেলেছি-আমরা,
সাজানো সমাজ-আমাদের সুরে।
দেশ হবে-আমাদের আলোতে,
আমরা দিয়েছি স্বাধীনতার ডাক,
জানা যদি না থাকে- জেনে রেখ তবে,
তোমরা স্বাধীনতার উছিষ্ট।
ওরা বলে-
দিয়েছি আমরা-ভাষার কথা,
অনাথ মুখে বিদ্রোহের রক্ত-
তোমরা তখন ধর্মের দুপুরে,
নও যদি এ সুরে-তবে শত্রু তোমরা এ দেশের’।
বলা হয় না আমাদের,
আমরা ও ছিলাম স্বাধীনতার ডাকে,
আমরা ও ভেঙ্গেছি অত্যাচারীর দুর্গ,
তবুও যে আমরা স্বাধীনতার উছিষ্ট।
রাজনীতির ভাঙ্গা দুপুরে-
ঠেলে দেওয়া আমরা বিভেদের দেশে-
আমরাও খুজি একই ভাষা্য-
রুপকথার হারানো মায়ের পুরোনো সে দেশ।
This was posted using Serey.io cross platform posting.