বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওডিআই মেসের আপডেট নিউজ।

in play •  last year 

হ্যালো খেলা প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি খেলা প্রিয় একজন মানুষ। খেলা সম্পর্কে নিউজ দিতে আপনাদেরকে আমি খুবই ভালোবাসি। সেই তাগিতেই কিছু লেখার চেষ্টা করি আশা করি সকলে আমার লেখাটি পড়বেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন যাতে করে আপনাদের নতুন নতুন আপডেট খেলা সম্পর্কে দিতে পারি।

IMG_20230709_205616.jpg

আজকের বিষয় বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলে আমার লেখাটি পড়বেন এবং আমার সাথে থাকবেন।

বাংলাদেশ প্রথমে ট্রসে দিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে তারা অসাধারণ সূচনা করে প্রথম পাওয়ার পেলে এক থেকে দশ ওভাবে তারা 67 রান সংগ্রহ করে কোন উইকেট না হারিয়ে এবং ইব্রাহিম জাদরান ও গুরবাজ দুজনই আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করেন গোরবাজ তিনি ব্যক্তিগত ১৪৫ রান সংগ্রহ করেন এবং তখন দলীয় রান ২৫৬ এবং ইব্রাহিম জাদরান তিনিও সেঞ্চুরির দেখা পান তিনি ব্যক্তিগত একশ রানে আউট হয়ে যান।

IMG_20230709_205645.jpg

এরপর আফগানিস্তানের পরপর কিছুটা উইকেট হারাতে শুরু করে কিন্তু তারা অনেক বেশি বড় স্কোর করার আশা জাগেও বাংলাদেশের শেষের দিকে অসাধারণ বোলিং নৈপুণ্যে তারা দলীয় ৩৩১ রান করতে সক্ষম হয় ৯ উইকেট হারিয়ে।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান এবাদত হোসেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ যথাক্রমে দুইটি করে উইকেট লাভ করেন।

IMG_20230709_205657.jpg

জবাবে বাংলাদেশ বিশাল বড় একটি লক্ষ তারা করতে নেমে প্রথমেই পাওয়ার প্লে তে 1 থেকে 10 ওভারে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮ রান সংগ্রহ করেন। টপ অর্ডারের পরপর তিন উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশ শিবিরে কেউই ভরসা প্রতিফলন ঘটাতে পারিনি শুধুমাত্র মুশফিকুর রহিম ব্যক্তিগত ৬৯ রান সংগ্রহ করেন।

আফগানিস্তানের হয়ে ফজলি হক ফারুকী ও মুজিবুর রহমান তারা যথাক্রমে তিনটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশের ১৮৯ রানে তারা সব কয়টি উইকেট হারিয়ে ফেলে 43.2 ওভারে।

আফগানিস্তান বাংলাদেশকে 142 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে ২-0 ব্যবধানে সিরিজ জয়লাভ করল।

আজকের খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে আফগানিস্তানের ১৪৫ রান করা রাহমানউল্লাহ গরুবাজ।

তো বন্ধুরা আজকের খেলার আপডেট নিউজ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।
IMG_20230709_205631.jpg

IMG_20230709_205711.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!