জিম্বাবুয়েকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড।

in play •  2 years ago 

হ্যালো খেলা প্রিয় বন্ধুরা!

আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের সুপার সিক্সের জিম্বাবুয়ে বনাম স্কটল্যান্ড এর মধ্যকার গুরুত্বপূর্ণ খেলার আপডেট নিউজ সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আপডেট নিউজটি। সকলে আমার লেখাটি পড়বেন প্রত্যাশা রইল।

IMG_20230705_203612.jpg

জিম্বাবুয়ে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং স্কটল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। স্কটল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুন সূচনা করেন তাদের উদ্বোধনী জুটিতে প্রথম পাওয়ার প্লে তে ১ থেকে ১০ ওভারে ৩৫ রান সংগ্রহ করে কোন উইকেট না হারিয়ে। স্কটল্যান্ডর দলীয় ৫৬ রানের মাথায় তাদের ১৬.২ ওভারে তাদের প্রথম উইকেট পতন ঘটে।

IMG_20230705_203629.jpg

স্কটল্যান্ড খুব ধীর গতিসম্পন্ন ব্যাটিং করতে থাকে এবং তাদের স্কোর বড় করার লক্ষ্য এগিয়ে যায়। কিন্তু জিম্বাবুয়ের বলাররা অনেক নিয়ন্ততড়িত বোলিং করতে সক্ষম হয় যার ফলে স্কটল্যান্ডের বেটাররা দ্রুত রান তুলতে সক্ষম হয়নি।

IMG_20230705_203643.jpg

স্কটল্যান্ড এর পক্ষে কোন ব্যাটসম্যান অর্ধশত রান করতে সক্ষম হয়নি। স্কটল্যান্ড এর হয়ে সর্বোচ্চ রান করেন মিসেল লিস্ক ৩৪ বলে ৪৮।

স্কটল্যান্ড তারা ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে দুইশত ৩৪ রান করতে সক্ষম হয়।

জিম্বাবুয়ের পক্ষে শেন উইলিয়ামসন তিনটি উইকেট এবং তাকালাম ২ দুটি উইকেট লাভ করেন।

জিম্বাবুয়ে ২৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লে তে ১ থেকে ১০ ওভারে দলীয় ৪১ রান করতে সক্ষম হয় এবং চারটি উইকেট হারিয়ে ফেলে। এবং জিম্বাবুয়ে দল অনেক বেশি চাপে পড়ে যায়। মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বাল্ ৮৪ বলে সর্বোচ্চ ৮৩ রান করতে সক্ষম হয়।মাদেভেরে তিনিও দুর্দান্ত ৪০ রানের একটি ইনিংস খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন কিন্তু ভাগ্য সহায় না হওয়াই তারা দুজন আউট হওয়ার পরেই বাকি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যেই থাকে এবং ২০২৩ বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে নিজেদেরকে উঠাতে ব্যর্থ হয়ে যায়।

IMG_20230705_203713.jpg

জিম্বাবুয়ে দুশো তিন রানে তারা সব কটি উইকেট হারিয়ে ফেলে ৪১ ওভার দুই বল খেলে। সুপার সিক্স থেকে জিম্বাবুয়ে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল ২০২৩ বিশ্বকাপ থেকে এবং সেই সাথে স্কটল্যান্ড তারা আরো একধাপ এগিয়ে গেল ২০২৩ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে।

IMG_20230705_203731.jpg

স্কটল্যান্ড ৩১ রানে জিম্বাবুয়ে কে পরাজিত করতে সক্ষম হয়েছে।

আজকের খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ক্রিস সোল।

বন্ধুরা এই ছিল আজকেকার খেলার আপডেট নিউজ। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।

IMG_20230705_203655.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!