গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন পড়ে থাকে গ্রামের মেঠোপথে প্রান্তরে।
গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারও। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে শান্তি আনে। ইট পাথরের শহরের খুপড়ি ঘরে সবই কৃত্রিম। অথচ ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আকাঁ-বাকাঁ বয়ে চলা নদী - খাল, সবুজ শ্যামল মাঠ সবকিছুই প্রাকৃতিক।
মাঠজুড়ে ধান ক্ষেত গ্রামের মাঠজুড়ে সবুজ ফসলের মাঠ। দখিনা বাতাস দোলা দেয় সে ফসলকে। আকাঁ-বাকাঁ নদীর দু'তীরে অবারিত সবুজ মাঠ। মাঝে মাঝে গ্রাম আবার মাঠ। গ্রামগুলো মাঠের সঙ্গে মিশে অনেক জায়গায় এক হয়ে গেছে। সবকিছুই দেখলে মনে হবে এ যেন শিল্পীর রংতুলি দিয়ে আকাঁ কোনো ছবি। আবহমান গ্রাম-বাংলার রুপ বৈচিত্র্য যেন বিলুপ্ত না হয়।
Congratulations, your post has been upvoted by @phototalent curation account, use de #phototalent tag