একটি রৌদ্রোজ্জ্বল দুপুর প্রকৃতির সাথে কিছু ফটোগ্রাফি

in photographyblurt •  3 years ago 

আশা করি সকলে ভালো আছেন।

আজ আমি আপনাদের সামনে প্রকৃতির ফটোগ্রাফি মূলক একটি লেখা ফটোগ্রাফি সহ উপস্থাপন করব। যেখানে রয়েছে প্রকৃতির সংগ্রহ। এবং রৌদ্রোজ্জ্বল একটি দুপুর। গ্রীষ্মের দিনে এই রোদ্রজ্জল দিন খেটে খাওয়া মানুষ অর্থাৎ যারা মাঠে কাজ করে তাদের জন্য বিরক্তিকর কিন্তু শীতের সময়ে এই রোদ্রজ্জল দিনটি সবারই চাহিদা হয়ে থাকে। সবাই আশা করি যেন ভোরবেলা উঠে সূর্যের সেই টগ বগে চেহারাটা দেখার জন্য।

IMG_20220207_115215.jpg

IMG_20220207_114157.jpg

ফটোগ্রাফির মধ্যে রয়েছে একটি পুকুর এবং এই প্রকৃতির মধ্যে এক খন্ড জমি কিছুটা দ্বীপের মতো। কারণ বড় কোন সমুদ্র পার নদীর মধ্যে চার চারিপাশে জল থাকে যদি কোন এক খন্ড ভূমি দেখা যায় তাহলে তাকে দ্বীপ বলা হয়ে থাকে।

যা হোক এই ফটোগ্রাফিতে ধারণ করা হয়েছে সজনে ডাটা গাছ। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা গাছে ফুল ধরেছে। এবং এই ফুল হিট পতঙ্গের পরাগায়নের ফলে কিছুদিন পরেই ফলে পরিণত হবে। আর যেটাকে আমরা বলে থাকি সস্তা ডাটা একটি সুস্বাদু খাবার। মূল্য অনুসারে এটি স্বাদ অনেক বেশি এবং উপকারিতাও অনেক বেশি। ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এবং সবজি হিসেবে খুবই জনপ্রিয় বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে।

IMG_20220207_114210_1.jpg

IMG_20220207_114220_1.jpg

IMG_20220207_114316.jpg

পুকুর যেটার পাড়ে রয়েছে বড় বড় কাঠের গাছ। দেখুন ধানক্ষেতের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। যেখানে সবুজের সমারোহ। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এরকমই সবুজের সমারোহ সেখানে মানুষের হৃদয়কে আকৃষ্ট করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!