আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সাথে আমার নতুন একটা পোষ্ট শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু ফটোগ্রাফি শেয়ার করব। প্রকৃতির মাঝে আমরা সব সময় বেড়ে উঠি। সেই প্রকৃতির রূপকে আমরা সব সময় উপভোগ করি। চলুন দেখে আসি আমার কিছু সাধারণ ফটোগ্রাফি-
Device : Itel vision 1.
w3w link
এটা হলো আতা ফলের গাছের ফুল। যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই ফলটা খেয়ে থাকবেন। একে অনেক সময় আতা সবরিও বলে থাকে। তবে এর অন্য নামও থাকতে পারে। ফলটা খেতে আমার কাছে অনেক ভালো লাহে। সব সময় ফলটা পাওয়া যায় না। একটা নিদির্ষ্ট সময়ে এটা গাছে ধরে।
Device : Itel vision 1.
w3w link
এখানে আমি কয়েকটা সবজি গাছের ডগার ছবি শেয়ার করেছি। যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমাদের ম্যাচের ছাদের উপর ম্যাচ মালিকের ছেলে অনেক সবজির গাছ লাগিয়েছেন। সেখান থেকেই ছবিগুলো আমি তুলেছি।
Device : Itel vision 1.
w3w link
আমার কাছে কেনো যানি বৃষ্টির দিনগুলো নেশ ভালো লাগে। বারান্দায় দারিয়ে বৃষ্টি দেখতে বেশ মজা পাই। এই ছবিটা যখন বাইরে বৃষ্টি হচ্ছিল,তখন আমি তুলেছিলাম।
Device : Itel vision 1.
w3w link
রাতে যদি লাইটের আলোকে ক্যামেরা বন্দি করা যায় তাহলে অনেক সুন্দর দেখা যায়। এটা আমি মনে করি। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। তখন আমি রাস্তায় থাকা লাইটের দিকে ক্যামেরা ধরে এই ছবিটা তুলেছিলাম। আমার কাছে ছবিটা বেশ সুন্দর লেগেছে।
আজকে আমি আমার কিছু সামান্য ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা দেখার জন্য।
Congratulations, your post has been upvoted by @r2cornell, which is the curating account for @r2cornell's Discord Community.
Our Discord Server and community is located at: Discord