Some Realistic Photography and Videography about the untimely Arrival of Winter

in photography •  yesterday 

Assalamu Alaikum

20241211_165611~2.jpg

I am giving you today's post by greeting everyone. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers. Friends, today I have brought you a gift, Some Realistic Photography and Videography about the untimely Arrival of Winter.
Winter means cold and cold. Sometimes mild, sometimes moderate, sometimes difficult, sometimes unbearable, this is how winter passes in our lives.
But this time there was a slight exception. The intensity of winter had settled among us almost a week before the arrival of winter. Suddenly, in such cold and fog, human life, including animal life, became unstable. Because people and animals were not prepared for such an early winter.
We never imagined that such cold would come among people at the end of the autumn season, that is, in the last week of the month of Agrahayan. Every year, winter comes at this time, but with the message of the arrival of winter. But this time it came with severe cold.
As you can see in the picture and video, these are two baby goats from my house. Although they were tied up to feed their mother, they were left next to their mother. But unfortunately, the bitter cold, the heady wind, the dense fog, all together disrupted public and animal life. So the two baby goats were dressed and left with their mother. But no, unfortunately, the two kids, unable to stay with their mother in the cold, came to our cooking stove and tried to get warm. Even though they were removed from here again and again, they came back again and again, putting their faces long next to the stove and trying to get warm. I was a little shocked to see their condition. But there was nothing I could do. To spread the bitter cold among you for a while, I had made a video photography. Which I am now presenting as a gift. Have a good day everyone, stay beautiful, wishing you all.

20241211_165612~2.jpg

20241211_165618~2.jpg

20241211_165620~2.jpg

20241211_165622~3.jpg

20241211_165623(0)~2.jpg

20241211_165625~2.jpg

20241211_165626(0)~2.jpg

20241211_165629(0)~2.jpg

20241211_165642~2.jpg

20241211_165609~2.jpg

20241211_165608~2.jpg

20241211_165643.jpg

20241211_165642.jpg

20241211_165643.jpg

20241211_165630(0).jpg

20241211_165629(0).jpg

20241211_165629.jpg

20241211_165609~2.jpg

20241211_165608~2.jpg

20241211_165642.jpg

20241211_165615~2.jpg

20241211_165622~2.jpg

20241211_165623(0)~2.jpg

20241211_165624~2.jpg

20241211_165626(0)~2.jpg

20241211_165628~2.jpg

20241211_165630(0)~2.jpg

20241211_165631~2.jpg

20241211_165643~2.jpg
আসসালামু আলাইকুম
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট উপহার দিতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে উপহার দিতে তুলে নিয়ে এসেছি, অকালে আসা শীতের কিছু কথা নিয়ে বাস্তবধর্মী কয়েকটি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি
শীতকাল মানেই শীত আর শীত । কখনো কনকনে,কখনো মাঝারি, কখনো কঠিন, কখনো বা অসহনীয়, এভাবে শীতের সময় কাটে আমাদের জীবনের সাথে।
কিন্তু এবার ছিল তার একটু ব্যতিক্রম। শীতকাল আসার প্রায় এক সপ্তাহ আগে থেকেই শীতের তীব্রতা আমাদের মাঝে জেঁকে বসেছিল। হঠাৎ এমন শীত আর কুয়াশায় জনজীবন সহ প্রাণী জীবন অস্থির হয়ে ওঠে। কেননা এত আগাম শীতের জন্য মানুষ ও প্রাণী প্রস্তুত ছিলাম না।
হেমন্তকালের শেষে অর্থাৎ অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে এমন শীত মানুষের মাঝে আসবে আমরা তা কখনো কল্পনা করিনি। এ সময় প্রতিবছর শীত আসে, কিন্তু শীতের আগমনী বার্তা নিয়ে। কিন্তু এবার এসেছে কনকনে শীত নিয়ে।
ছবিতে এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলো আমার বাড়ির পোষা ছাগলের দুটি বাচ্চা। মাকে কিছু খাওয়ানোর জন্য আশেপাশে বেঁধে রাখা হলেও, এদেরকে মায়ের পাশে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু অনুতাপের বিষয়, কনকনে শীত, শিরশীরানী বাতাস, ঘন কুয়াশা, সব মিলে জনজীবন এবং প্রানী জীবন ছিল বিপর্যস্ত। তাই ছাগলের বাচ্চা দুটোকে পোশাক পরিয়ে তাদের মায়ের কাছে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু না, পরিতাপের বিষয় হল শীতের মধ্যে ছাগলছানা দুটো মায়ের কাছে থাকতে না পেরে, আমাদের রান্না করার চুলার পাশে এসে গরম নেওয়ার চেষ্টা করেছিল। তাদেরকে বারবার এখান থেকে সরিয়ে দিলেও, বারবার, আবার ফিরে এসে চুলার পাশে মুখ লম্বা করে দিয়ে গরম নেওয়ার চেষ্টা করছিল। তাদের এই অবস্থা দেখে আমি কিছুটা হতো হতভম্ব হয়েছিলাম। কিন্তু করার কিছুই ছিল না। এই কনকনে শীতের অবস্থা আপনাদের মাঝে এক সময় প্রচারের জন্য, আমি ভিডিও ফটোগ্রাফি করে রেখেছিলাম। যা এখন উপহার হিসেবে উপস্থাপন করছি। ভালো কাটুক সবার দিন, সুন্দর থাকুন সবাই, এই কামনা করে আজ এখানেই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!