আজকে আমি আমার খালাতো ভাই রাসেলের কাঁচা মরিচের জমিতে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে কিছু ছবি আমার ক্যামেরা বন্দি করেছি।
কাঁচা মরিচের কিছু উপকারিতা সম্পর্কে বিস্তারিত.....
রান্নায় স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। নানাভাবে রান্নায় কাঁচা মরিচ ব্যবহার করা হয়। কখনও বাটা, কখনও চেরা মরিচ দিয়ে রান্নার স্বাদ বাড়ানো হয়। কাঁচা মরিচ যে শুধু রান্নার স্বাদ বাড়ায় তা নয়,এর আরও অনেক গুণ রয়েছে।
কাঁচা মরিচে আছে ভিটামিন সি। যা আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এই কাঁচা মরিচকে আমাদের এলাকায় মাগুরা চুড়ো মরিচ নামে পরিচিত।এই মরিচ দেখতে যেমন সুন্দর খেয়ে তেমনি খুব তলোক।
সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
*****"** আমার ব্লাগ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
******(((( ধন্যবাদ সবাইকে )))))"""""