Where can you find true peace? Part-1.

in nature •  4 years ago 

20210516_174408.jpg

Sometimes you can find the most expensive thing out of the smallest and most neglected things. Maybe you think something is very worthless, in fact it is not your fault, it may be worthless to look at, but after looking very carefully you may find something so valuable in that thing that you can't buy even with crores of rupees.

কখনো কখনো খুব সামান্য আর অবহেলিত জিনিসের মধ্যে থেকে আপনি সব থেকে দামী জিনিসটি খুঁজে পেতে পারেন। হয়তো আপনি কোন কিছুকে খুবই মূল্যহীন মনে করছেন, আসলে এটা আপনার দোষ না, জিনিস টি দেখতেও হয়তো মূল্যহীন, তবে খুব ভাল করে অবলোকন করার পর হয়তো সেই জিনিসটার মধ্যেই আপনি এত মূল্যবান কিছু খুঁজে পেতে পারেন যা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না।

Suppose you can enjoy the artificial cool air from the brick, stone and concrete walls of the city, it may give you a beautiful feeling, but you will never be able to satisfy your mind to the fullest. Because your mind is never satisfied with artificial air. In order to satisfy the mind, I want the cool, pleasant air given by nature made by the Creator Himself.

এই ধরুন, আপনি শহরের ইট, পাথর আর কংক্রিটের দেয়ালের মধ্যে থেকে কৃত্রিম শীতল বাতাস উপভোগ করতে পারবেন, এতে হয়তো আপনার শরীরে সুন্দর একটা অনুভূতি আসবে, কিন্তু আপনি আপনার মনকে কখনোই পরিপূর্ণ তৃপ্ত করতে পারবেন না। কারণ আপনার মন কখনোই কৃত্রিম বাতাসে পরিতৃপ্ত হয়না। মনকে তৃপ্ত করার জন্য চাই সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি প্রকৃতি প্রদত্ত সুশীতল মনোরম বাতাস।

And if you want to enjoy this cool and beautiful natural air, you must lose yourself in the boundless beauty of rural Bengal. How can you expect that desirable wind within the brick-and-stone walls of the city!

আর এই সুশীতল মনোরম প্রাকৃতিক বাতাস উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রাম বাংলার অপার সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে। শহরের ইট-পাথরের দেয়ালের মধ্যে আপনি কিভাবে সেই আকাঙ্খিত বাতাস আশা করতে পারেন!

20210515_175657.jpg

Again you may go to a garden and enjoy beautiful flowers and artificially arranged environment, but there is no way you can get the environment decorated by the hand of the Creator himself.

আবার আপনি হয়তো কোন উদ্যানে গিয়ে সুন্দর ফুল আর কৃত্রিম ভাবে সাজানো পরিবেশ উপভোগ করতে পারবেন, কিন্তু সৃষ্টিকর্তার নিজে হাতে সাজানো পরিবেশ সেখানে আপনি কোনভাবেই পেতে পারেন না।

I think technology and urbanization have made our lives a lot easier, filled us with happiness but deprived us of our inner peace. To find peace of mind, you must return to the beautiful nature created by the Creator Himself. Maybe you have forgotten about inner peace in the lure of temporary happiness, but when your life comes in the evening, you are forced to sigh at least once for this mistake.

আমি মনে করি, প্রযুক্তি আর শহরায়ন বা নগরায়ন আমাদের জীবনকে অনেক সহজ করেছে, সুখ-স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করেছে কিন্তু আমাদের আত্নিক শান্তি হরণ করেছে। মনের প্রশান্তি খুজতে আপনাকে অবশ্যই সৃষ্টিকর্তার নিজে হাতে গড়া মনোরম প্রকৃতির কাছেই ফিরতে হবে। হয়তো সাময়িক সুখ-স্বাচ্ছন্দ্যের মোহে আপনি আত্নিক শান্তির কথা ভুলে গেছেন, কিন্তু আপনার জীবন সায়াহ্নে এসে আপনি এই ভুলের জন্য একবার হলেও দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য।

I myself leave the village of my life for the purpose of education and live in the city. Of course, it is reluctant. But whenever I feel lonely while in town, I can feel the murmur of the leaves of every tree in my village, the murmur of every wave of the river flowing by the village. Every bird calls me, I can feel it clearly. I can feel that there is no shelter in my eyes as the sunlight is reflected in every dust particle.

আমি নিজেও লেখাপড়া করার উদ্দেশ্যে আমার প্রাণের গ্রাম ছেড়ে শহরে থাকি। অবশ্য এটা নিতান্তই অনিচ্ছায়। কিন্তু শহরে থাকাকালীন যখনি আমি একাকি অনুভব করি, আমি আমার গ্রামের প্রতিটি গাছের পাতার মর্মর শব্দ ও অনুভব করতে পারি, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর প্রতিটি ঢেউয়ের কুলকুল ধ্বনি অনুভব করতে পারি। প্রতিটি পাখি আমাকে ডাকে, আমি সেটা স্পষ্ট অনুভব করতে পারি। প্রতিটি ধুলোকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে আশ্রয় নেই, তা আমি অনুভব করতে পারি।

How can you hope to find these inner peace in a mechanical urban environment!

যান্ত্রিক শহুরে পরিবেশে আপনি এই আত্নিক শান্তিগুলো পাওয়ার আশা পর্যন্ত কীভাবে করতে পারেন!

Where can you find true peace? I would like to write a few paragraphs on this topic. This is the first part. Thank you.

কোথায় আপনি প্রকৃত শান্তি খুঁজে পাবেন? এই শিরোনামে আমি কয়েকটি অনুচ্ছেদ লিখতে চাই। এটা প্রথম পার্ট। ধন্যাবাদ।

Photos are taken by my Samsung M21 mobile phone camera.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.

  ·  4 years ago  ·  

Thank you.