ফ্লাই গেইজার (fly geyser)

in nature •  3 years ago 

bba.jpg

ছবিতে যা দেখা যাচ্ছে এটি শিল্পীর কল্পনাপ্রসুত বা ভিনগ্রহের কোনো অধিভৌতিক গঠন মনে হলেও পৃথিবীতেই এর বাস্তবিক অস্তিত্ব আছে। এর নাম ফ্লাই গেইজার (fly geyser) আর এটি অবস্থিত যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভুমিতে।

bba.jpg

পৃথিবীর যেসব স্থানে ভূ-ত্বক পাতলা সেখানে অনেক সময় ভূগর্ভস্থ উচ্চতাপমাত্রা ও চাপে উষ্ণ পানির প্রস্রবণ তৈরি হয়, এগুলোকে হট স্প্রিং (hot spring) বলা হয়। তবে গেইজার বিশেষ ধরনের হটস্প্রিং যেগুলো থেকে পানি ফোয়ারার মতো উপরের দিকে নিক্ষিপ্ত হয়।

bba.jpg

ছবির গেইজারটি প্রাকৃতিক নয় বরং ষাটের দশকে একটি কুপ খননের সময় দুর্ঘটনাবশতঃ সৃষ্টি হয়। এর উদগীরিত পানির তাপমাত্রা ৯০ ডিগ্রি সেলসিয়াস। সময়ের সাথে পানিতে দ্রবীভূত খনিজ এর গোড়ায় জমা হয়ে এই ধরনের রঙ্গীন শিলাময় অবস্থা তৈরি করেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!