ছবিতে যা দেখা যাচ্ছে এটি শিল্পীর কল্পনাপ্রসুত বা ভিনগ্রহের কোনো অধিভৌতিক গঠন মনে হলেও পৃথিবীতেই এর বাস্তবিক অস্তিত্ব আছে। এর নাম ফ্লাই গেইজার (fly geyser) আর এটি অবস্থিত যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভুমিতে।
পৃথিবীর যেসব স্থানে ভূ-ত্বক পাতলা সেখানে অনেক সময় ভূগর্ভস্থ উচ্চতাপমাত্রা ও চাপে উষ্ণ পানির প্রস্রবণ তৈরি হয়, এগুলোকে হট স্প্রিং (hot spring) বলা হয়। তবে গেইজার বিশেষ ধরনের হটস্প্রিং যেগুলো থেকে পানি ফোয়ারার মতো উপরের দিকে নিক্ষিপ্ত হয়।
ছবির গেইজারটি প্রাকৃতিক নয় বরং ষাটের দশকে একটি কুপ খননের সময় দুর্ঘটনাবশতঃ সৃষ্টি হয়। এর উদগীরিত পানির তাপমাত্রা ৯০ ডিগ্রি সেলসিয়াস। সময়ের সাথে পানিতে দ্রবীভূত খনিজ এর গোড়ায় জমা হয়ে এই ধরনের রঙ্গীন শিলাময় অবস্থা তৈরি করেছে।