আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তাআলা।
আজকে আমি পাঁচটা বাজে কাজ শেষ করে আসি। কিছুক্ষণ রেস্ট করার পরে গোসল করে নিয়ে। গোসল করে রুমা আসার পরে আমার সাথেরারা বললে চল আর ঘুরে আসি। তখন আমি বললাম কই যাইবি তোরা। তারপর ওদের সাথে চলে গেলাম। আধা ঘন্টা মরুভূমিতে হাঁটার পরে। আর ভালো লাগতেছিল না মরুভূমিতে। তারপরে বললাম আমার একটু চুল কাটাতে হবে।
তারপরে চলে গেলাম চুল কাটাইতে। চুল কাটাতে আমার এখান থেকে 20 মিনিট হাটে যাওয়া লাগে চুল কাটাবার জন্য। চুল কাটাতে গিয়ে ওই জায়গায় ও সিরিয়াল দেওয়া লাগে আমাদের। কেননা আমরা যে জায়গায় আছি এই জায়গায় পুরা মরুভূমি। এটা আমাদের দুই ক্যাম্পের মাঝখানে চুল কাটানোর জন্য দেয়া হয়েছে। বাংলাদেশে বড় বড় চুল কাটানোর দোকান পাওয়া যায়। এদেশে বড় দোকান কই পাবে মরুভূমির ভিতরে একটা দোকানও পাওয়া যায় না। বাংলাদেশের চুল কাটানো কত আমি তার আনুমানিক জানি না এখন। আমরা এ জায়গায় চুল আর সেভ হই পনেরো রিয়াল দিয়া। ১৫ রিয়েল যা বাংলাদেশের রেডিও হচ্ছে ৪২০ টাকা।
ভাই চুল কাটার সময় আমাদের মতো সমস্যা হইতেছিল যে। এই দিকে এত গরম পড়তেছে। তারপরও ওই দিকে আবার ভালো উঠতেছে মরুভূমির ভিতরে। কিছুক্ষণ পরপর ভালো উঠতেছে আর কেউ চোখের ভিতরে ভালো ঢুকে যাইতেছে। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ চুল ভালো করে কাটায় চলে আসছি। আইসে ফাস্টে চোখের ভিতর পানি ঢেলে দিয়েছি। কেননা চোখের ভিতরে অনেক বালু ঢুকেছে। অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
Dear @arohaman, your content was selected manually by curators @nalexadre, @ten-years-before to receive a curation from BeBlurt 🎉
Thanks you @beblurt to support me