আজকে কথা বলব ইমু অ্যাপসের নতুন কিছু আপডেট নিয়ে।

in mubayl •  2 years ago 

বিসমিল্লাহির রহমানের রাহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো,

আজকে কথা বলব ইমু অ্যাপসের নতুন কিছু আপডেট নিয়ে।

images (88).jpeg

ইমো একাউন্ট সবাই ব্যবহার করে ইমুতে নতুন কিছু আপডেট এসেছে আজকে আমি আপনাদের সাথে সেয়ার ইট গুলো শেয়ার করবো আসলে আপডেট গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করতেছি আপনার কাছে আশা করি ভালো লাগবে তাহলে চলুন আজকে প্রথমে আমি দেখাবো কিভাবে নতুন আপডেট গুলো আপনি আপনার ফোনের মধ্যে ব্যবহার করবেন,
প্রথমে আপনি আপনার ইমো অ্যাপস টা ওপেন করবেন ওপেন করার পর আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে স্কুল টা অন করলে দেখতে পাবেন বাবুল নামে একটা অপশন কিন্তু ইমুতে এড হয়ে গিয়েছে এই অপশনটা সাধারণত আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে পেয়ে থাকি।
এখন কিন্তু এর মধ্যেও এই অপশনটা চালু করা হয়েছে এই অপশনটা সাহায্যে আমরা খুব সহজে অনায়াসে যে কারো এসএমএস এর অ্যানসার দিতে পারে অথবা কারো সাথে কথা বললে আমরা অন্য কোন কাজ করি ওই লোকটাকে দেখতে পারি ভিডিও কলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমুর মধ্যে আপডেট হয়েছে আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেব।
এবার পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে ইমুতে কিছু প্রাইভেসি সেটিংস রয়েছে সেটার মধ্যে আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটিংস অপশনে চলে যেতে হবে ইমুর সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি ওখানে পেয়ে যাবেন প্রাইভেসি প্রাইভেসি দেওয়ার পরে আপনি ওখানে দুইটা অপশন এড হয়েছে এখন,
এখানের মধ্যে একটা অপশন হচ্ছে লাস্ট সিন অর্থাৎ আমরা অনেক সময় ইমুতে না থাকা অবস্থায় যদি নেট খোলা থাকে তাহলে আমাদেরকে অনলাইন দেখায় এতে করে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যায় পড়তে হয় আপনি যদি এই অপশনটা কিনা বল করে দেন তাহলে আপনি অনলাইনে থাকা অবস্থায়ও কেউই বুঝতে পারবে না আপনি অনলাইনে আছেন কি নেই।
এবার চলুন দেখি অপশন নিয়ে কথা বলে অপশন টা হচ্ছে আপনার এখানে,rade recelpts এই অপশনটা অর্থ হচ্ছে কেউ যদি আপনাকে এসএমএস করে তাহলে আপনারা দেখতে পান যে আপনি ওনার এসএমএস দেখা মাত্রই সিন করার সাথে সাথে গোল একটা চিহ্ন কিন্তু এসএমএস এর নিচে পড়ে যায় অর্থাৎ আপনি ওনার এসএমএসটা দেখে ফেলেছেন এখন ধরেন আপনি কোন কাজ করতেছেন হঠাৎ করে আপনাকে কেউ একটা এসএমএস দিলো আপনার এসএমএস এর চাইতে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা আপনার কাছে ইমপরট্যান্ট বলে মনে হচ্ছে এখন আপনি কি করবেন আপনি ডিসিশন নিলেন যে আমি ওনার এসএমএস টা একটু পরে রিপ্লাই দিব আমি আমার কাজটা কমপ্লিট করি আপনি যদি এই অপশনটা কিনা বল করে দেন তাহলে আপনি যদি আমার এসএমএস টা দেখেন উনি কোন ভাবেই বুঝতে পারবে না যে আপনি আমার আর এসএমএস টা দেখেছেন এটা ইমুতে আরেকটা ভালো একটা মাধ্যম বলে আমি মনে করি আমাদের অনেকের অনেক সমস্যা হয়ে থাকে আমরা চাইলে ইমুতে এই সেটিংস গুলো ব্যবহার করতে পারি এতে করে আমাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি বিশেষ করে আমার অনেক উপকার হচ্ছে।
আপনার অবশ্য চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং এর জন্য তো সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!