We will definitely get Azan tomorrow and we have to work hard for it. And intelligent people never pollute because they know that the hard work they put in will pay off. And if they think about the future and continue their work with more patience now, then their future will be better. And no one can stop it.
You see, when you achieve success, many people in the neighborhood, other than your family, can't accept it.You do not have the permission required to post. And the backstory has started to say that you have not achieved this success yourself but have taken help of someone. And when it is proven that you did not actually take help from anyone, he further said that you have resorted to corruption and maybe you have given bribe to someone. And if they fail, they will say that your mama is there, maybe there is a close relative for whom you got the chance.
In fact, these people of the society could never do anything because of their laziness. It may be that these people are the offspring of a wealthy family who have never worked hard for a living and for whom they have never seen success. They have no value in success because the person who has never achieved success by hard work has never been able to enjoy the joy of success.
Why don't intelligent people worry:
Wise people don't get angry and worry because their actions are always well-planned. For which they are called intelligent people. And there are no people in the world who do not feel pain or anxiety. However, the intelligent people in the world never worry because they do not reveal what they are worried about. Because we know that if you point out your weaknesses at any moment, you can get a big hit from anyone. There is another reason why intelligent people worry because they know that they are responsible for what they are doing now. So their thinking is different from ours and they think it was meant to be so there is no point in thinking yet. The future will have to come out of it and that will be the planned work of that intelligent man with his planned work and his hard work and talent.
আজান এই কাল তো আমরা অবশ্যই পাব আর এটার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আর বুদ্ধিমান লোকেরা কখনো দূষিত করে না কারণ তারা জানে তারা যতটুকু পরিশ্রম করেছে তারা ফলাফল এখন তারা ভোগ করছে। আর যদি তারা ভবিষ্যতের চিন্তা করে এখন আরো বেশি ধৈর্য নিয়ে প্রখর গতিতে তাদের কাজ চালিয়ে যেতে থাকে তাহলে তাদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল আসবে। এবং এটা কেউ ঠেকাতে পারবেনা।
আপনি দেখে থাকবেন আপনি যখন কোনো সফলতা অর্জন করেন, আপনার পরিবার ছাড়া বাকি প্রতিবেশী মানুষগুলো অনেকে এটাকে মেনে নিতে পারেনা। যদিও মেনে না নিলে আপনার কিছু হবেনা কিন্তু বাস্তবতা এটাই যে ওরা যখন আপনাকে সফল হতে থাকে তখন প্রচন্ড রকম ঈর্ষান্বিত হয়। এবং পিছনে বলাবলি শুরু করেছে এ সফলতা টা আপনি নিজে অর্জন করেননি বরং কারো সাহায্য নিয়েছেন। আর এটা যখন প্রমাণিত হয় যে আপনি আসলে কারও সাহায্য নেন নি তখন আরও বলেন আপনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন হয়তো কাউকে ঘুষ দিয়েছেন। আর এটাতে যদি তারা ব্যর্থ হয় তাহলে বলবে যে আপনার মামা আছে ওখানে হয়তো কোনো ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে যার জন্য আপনি সুযোগটি পেয়েছেন।
আসলে সমাজের এই মানুষগুলো নিজেদের অলসতার কারণে কখনো কিছু করতে পারেনি। এরকম হতে পারে এই মানুষগুলো একটি ধনাঢ্য পরিবারের সন্তান হতে পারে যারা জীবনে কখনো কোনো পরিশ্রম করেন এবং যার জন্য সেই পরিশ্রম অনুসারে তারা সফলতা কখনো চোখে দেখেনি। তাদের কাছে সফলতার কোন মূল্য নেই কারণ যে ব্যক্তি পরিশ্রম করে সফলতা অর্জন কখনো করেনি সেই সফলতার আনন্দ কখনো উপভোগ করতেই পারেনি।
কেন বুদ্ধিমান মানুষেরা দুশ্চিন্তা করে না:
বুদ্ধিমান মানুষের রাগ করে দুশ্চিন্তা করে না কারণ তাদের কাজগুলো থাকে সব সময় সুপরিকল্পিত। যার জন্য তাদেরকে বলা হয় বুদ্ধিমান মানুষ। আর কষ্ট বা দুশ্চিন্তা অনুভূতি হয় না এরকম মানুষ পৃথিবীতে একেবারেই নেই বললে চলে। তবে পৃথিবীতে যে বুদ্ধিমান মানুষের রয়েছে তারা কখনো দুশ্চিন্তা করে না তার কারণ হিসেবে তারা দুশ্চিন্তা করল সে গুলোকে মানুষের সামনে প্রকাশিত করেনা। কারণ আমরা জানি যে আপনার দুর্বল দিকগুলো যদি আপনি তুলে ধরেন যেকোনো সময় যেকোনো মুহূর্তে আপনার ওই দুর্বল দিকগুলো প্রতি বড় ধরনের আঘাত আসতে পারে যে কারো কাছ থেকে। আরেকটি কারণ রয়েছে বুদ্ধিমান লোকেরা দুশ্চিন্তা করেন একটাই কারণে কারণ তারা জানে তারা এখন যে ফলাফল উপভোগ করছে বাবু করছে তার পিছনে সেই দায়ী। তাই তাদের চিন্তা ভাবনা থাকে আমাদের থেকে আলাদা এবং তারা ভাবে যে এটা হওয়ার ছিল তাই এখনো চিন্তা করে কোন লাভ নেই। ভবিষ্যতে এটা থেকে বের হয়ে আসতে হবে এবং সেটা হবে ওই বুদ্ধিমান মানুষের পরিকল্পিত কাজ পরিকল্পিত পরিকল্পনা এবং তার পরিশ্রম ও মেধা দিয়ে।