নরম স্বভাবের মানুষরা অনেকটা বেশি সহ্য করতে জানে। তারা সহজে বিচ্ছেদের পথে হাঁটে না, অনেক গালিগালাজ, অপমান, চড়থাপ্পড় সহ্য করেও থেকে যায় দীর্ঘদিন.
একটা সম্পর্ক, সে তো শুধু দুটো মানুষের ভেতরই হয় না, আরও অনেককিছু জড়িয়ে থাকে সম্পর্কটার সাথে৷
পরিবার, সমাজ, সন্তান এরকম অনেককিছুই ঘিরে রাখে সম্পর্কটাকে নিজেদের উষ্ণ ওম দিয়ে। নরম মানুষেরা নিজেরা ভেঙে গেলেও কাছের মানুষদের ভাঙতে দেয় না সহজে.
কোনোকিছু নিয়ে দুজনের ভেতর ঝামেলা হলে নরম স্বভাবের মানুষরা ভাবে "যতই হোক সম্পর্কটা শেষ অবধি আমার, আমারই দায়িত্ব তাকে ধরে রাখা, সুস্থ করে তোলা"
নরম স্বভাবের মানুষরা চেষ্টা করে, দীর্ঘদিন চেষ্টা করে নিজেদের সম্পর্ককে আগলে রাখার, শক্ত হাতে ধরে রাখার। নরম স্বভাবের মানুষরা অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে জানে.
বিচ্ছেদ খুব সহজ, নরম স্বভাবের মানুষরা ভীষণ সহজ সরল হলেও তাদের পথটা চিরকালই কঠিন, তারা কখনো সহজ পথে হাঁটে না.