১.যে ছেলে/মেয়ে গান বাজনা মেতে থাকত।
সে এখন গান বাজনা শুনে না হারাম মনে করে এটা হোদায়েত।
২.যে ছেলে/ মেয়ে মুভি নাটক নিয়ে পড়ো সে এখন হারাম মনে করে বিরত থাকে এটা হোদায়েত।
৩. যে ছেলে /মেয়ে প্রেম ভালবাসা মেতে থাকত সে এটাকে এখন জিনা মনে করে বিরত থাকে এটা হোদায়েত
৪. যে ছেলে/ মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে তিন ওয়াক্ত পড়ত না এখন পাঁচ ওয়াক্ত ও তাহাজ্জুদ পড়ে এটা হোদায়েত
৫. যে রাতে অন্ধকারে পর্নগ্রাফিতে আসক্ত ছিল এখন এটা জিনা মনে করে বিরত থাকে আল্লাহকে দৃষ্টি বাহির নয় সে এটা জানে ভয় করে এটা হোদায়েত
৬.যে বন্ধু বান্ধব অহেতুক আড্ডা মেতে থাকত দুনিয়া নিয়ে পড়ে থাকত এখন আজান হলে সে মসজিদে চলে যায় এটা হোদায়েত।
৭. অন্তরে আল্লাহ ভয় অনুভব করা এটা হোদায়েত।
৮. কেউ মূর্তি পূজা বা অন্য জাতির ছিল সে ইসলাম চিনতে পেরেছে এটা হোদায়েত।
৯. নিজের ইচ্ছাকে বাতিল করে আল্লাহ আদেশ মান্য করা এটা হোদায়েত।
১০. নিজে মানে অপরকে আল্লাহ বানী শুনানো আল্লাহ পথে ডাকা এটা হোদায়েত।
১১. যে ছেলেটা মেয়ে দেখলে তাকিয়ে থাকত আজ তার দৃষ্টি নিচু এটা হোদায়েত।
১২. যে মেয়ে পর্দা করত না এখন সে পর্দা করে এটা হোদায়েত।
১৩. যে ছেলে / মেয়ে কুরআন পড়ত সে এখন কুরআন আল্লাহ কি বলেছেন তা খুজতে শুরু করে এটা হোদায়েত।
১৪. যার চাওয়া শেষ ছিল না আজ সে সন্তুষ্ট আল্লাহ ফয়সালা উপরে এটা হোদায়েত।
১৫. যে মৃত্যু শরন করত না এখন যে মৃত্যু পর কবর ও জাহান্নাম শাস্তি থেকে মাফ চায় এটা হোদায়েত।
১৬. যে হারাম উপার্জন ছেড়ে হারাম চাকরি অফার ছেড়ে দিয়ে হালাল খুজে কষ্ট করে। এটা হোদায়েত
১৭. যে আমানতের খেয়ানত হবে বলে ভয় পায় সাবধানে অপরে জিনিস রাখে। এটা হোদায়েত।
১৮. যে ঝণ আছে তা আগে শোধরানে সৃষ্টা করে। এটা হোদায়েত।
১৯. যে বদমেজাজি রাগী ছিল এখন সে সুন্দর ও ভদ্র সুরে কথা বলে। এটা হোদায়েত।
২০. যে আল্লাহ উপর দৃঢ় ভরসা করে। এটা হোদায়েত