People of every race, community or country have different characteristics. Their source of joy, happiness and entertainment is also different. These also change with age. Bangladesh is a diverse country. So much variety in each case will overwhelm you.
প্রতিটি জাতি, সম্প্রদায় বা দেশের মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তাদের আনন্দ, উৎফুল্লতা, বিনোদনের উৎসও আলাদা অালাদা হয়। বয়স বাড়ার সাথে সাথে আবার এগুলাও পরিবর্তন হয়ে থাকে। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। প্রতিটি ক্ষেত্রে এত এত বৈচিত্র্য আপনাকে অভিভূত করবে।
For every Bangladeshi child and teenager, visiting grandparents' house is a source of great joy. There is a lot of talk about Mama's house. For example: Mama's house is full of juice. We read poetry when we were young:
"Happy to pick mangoes at uncle's house on stormy days
I paint my face with the sweet juice of ripe berries. "
When I read these poems as a child, I would get lost in the world of thoughts. But a few days later, when I really went to visit my uncle's house with my mother, I saw the thoughts come true. Then our joy would increase a hundredfold.
প্রতিটি বাংলাদেশি শিশু কিশোরদের কাছে নানার বাড়ি বেড়াতে যাওয়া একটি বড় আনন্দের উৎস। মামার বাড়ি সম্পর্কে এখানে অনেক কথা প্রচলিত। যেমনঃ মামার বাড়ি রসের হাড়ি। ছোট বেলায় আমরা কবিতা পড়েছিঃ
"ঝড়ের দিনে মামার বাড়িতে আম কুড়াতে সুখ
পাকা জামের মধুর রসে রঙ্গিন করি মুখ।"
ছোটবেলায় যখন এসব কবিতা পড়তাম তখন ভাবনার জগতে হারিয়ে যেতাম। কিন্তু কিছুদিন পরে যখন সত্যি মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে যেতাম তখন ভাবনা গুলো সত্যি হয়ে উঠতে দেখতাম। তখন আমাদের আনন্দ শতগুণ বেড়ে যেত।
My grandmother's house is about ten kilometers away from our house. There were two ways to get there. One was a long way. You have to cross about twenty kilometers to go through that path. But there are always cars and horses on this road. Another way is through the field next to our house. This road is only ten kilometers away from Mama's house. Although there is a small narrow road on this side, cars are not always available. So when you go to your uncle's house, you have to walk several ways.
আমাদের বাড়ি থেকে আমার নানির বাড়ি প্রায় দশ কিলোমিটার দুরে। সেখানে যাওয়ার দুুইটা পথ ছিল।একটি ছিল অনেক দূরের পথ। ঐ পথ দিয়ে যেতে প্রায় বিশ কিলোমিটার অতিক্রম করতে হয়। কিন্তু এই পথে সবসময় গাড়ি-ঘোড়া পাওয়া যায়। অন্য আরেকটি পথ হল আমাদের বাড়ির পাশে মাঠের মধ্যে দিয়ে। এই রাস্তায় মামার বাড়ি যেতে মাত্র দশ কিলোমিটার পথ যেতে হয়। যদিও এই দিকে ছোট সংকীর্ণ একটি রাস্তা আছে, তবে এদিকে সবসময় গাড়ি পাওয়া যায় না। তাই এদিক দিয়ে মামার বাড়ি যাওয়ার সময় বেশ কিছু পথ হাঁটতে হয়।
The small road passed through the field next to our house. Field across the horizon on one side of this road. On the other side is a small bill. In the rainy season, the beel is submerged in water, but in the dry season, the water dries up. Then paddy is cultivated in the bill. These lands in the bill have been converted into single crop land
ছোট রাস্তাটি আমাদের বাড়ির পাশের মাঠের মধ্যে দিয়ে গিয়েছে। এই রাস্তার এক পাশে দিগন্তজুড়ে মাঠ। অন্যপাশে একটি ছোট বিল রয়েছে। বর্ষাকালে বিলটি পানিতে টইটম্বুর হয়ে থাকলেও শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যায়। তখন বিলের মধ্যে ধানের চাষ হয়। বিলের এই জমিগুলো মূলত এক ফসলি জমিতে রুপান্তরিত হয়েছে।
A small canal has also flowed through this bill. The name of the canal is Padma-Hisna connection canal. There is a small bridge over the Kal. We could cross the bridge from this house in the middle of the field and walk a short distance to get in the car. Although I have visited my uncle's house very rarely on this walking road, I have enjoyed the road many times.
এই বিলের মধ্যে দিয়ে ছোট একটি খালও প্রবাহিত হয়েছে। খালটির নাম পদ্মা-হিসনা সংযোগ খাল। কালের উপরে ছোট একটি ব্রিজ আছে। আমরা বাড়ি থেকে মাঠের মধ্যকার এই রাস্তা দিয়ে ব্রিজ পার হয়ে কিছুদূর হেটে গাড়িতে উঠতে পারতাম। যদিও এই হাঁটা রাস্তায় খুবই কম বার মামার বাড়িতে গিয়েছি, তবে যে কয়বারই গিয়েছি খুব উপভোগ করেছি রাস্তাটি।
I am talking about fifteen years ago from today. The situation has changed a lot since then. It goes without saying that there is no more water in the bill. There are a lot of people on the road now. Sometimes I go for walks in the field with my friends. Then those scenes of my childhood floated before my eyes.
আমি আজ থেকে প্রায় পনের বছর আগের কথা বলছি। তখনকার থেকে এখনকার পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে। বিলটিতে এখন আর পানি হয়না বললেই চলে। রাস্তাটিতেও এখন বেশ লোকজন থাকে। মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাথে মাঠের মধ্যে হাটতে যায়। তখন ছোট বেলার সেসব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠে।
The road you see here is also the road that goes through this field bill. The picture of the bot tree that I uploaded in a previous post is located on the side of this road. Thanks.
এখানে যে রাস্তাটি দেখছেন সেটি এই মাঠও বিলের মধ্যে দিয়ে যাওয়া রাস্তা। আগের একটি পোস্টে আমি যে বট গাছের ছবি আপলোড করেছিলাম সেটি এই রাস্তার পাশেই অবস্থিত। ধন্যবাদ।
Photos are taken by my Samsung M21 mobile phone camera.
Congratulations, your post has been curated by @scilwa. Also, find us on Discord
Felicitaciones, su publication ha sido votado por @r2cornell. También, encuéntranos en Discord
Thank you.
Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.