ছবির উৎস: Unsplash
টং করে ওঠে বিষ,
কৃষ্ণের মুখে বাজে শিশ।
খুন নয় ভালবাসা,
গোঙানিতে কাছে আসা।
উত্তাপ বাড়ে নিঃশ্বাসে,
ফুলে ওঠে বিশ্বাসে।।
গিরিমুখ, জ্বালামুখ,
ফুটছে লাভা।
জোছনাটা নিভেছে,
মুখে রক্তিম আভা।।
তাপ তাপ মহাতাপ,
দুরু বুকে ভরে থাক।।
টর্নেডো মনেতে
সাইক্লোন দেহে।।
সুখ ধন্বী বাজে বাঁশী,
রাঁধা লুকায় লাজের হাসি।
This was posted using Serey.io cross platform posting.
Hi, @shimu840,
Thank you for your contribution to the Blurt ecosystem.
Your post was picked for curation by @priyanarc.
Please consider voting for our Upkeep Proposal by Symbionts.