অনলাইনে ভালবাসা

in life •  3 years ago 

কিছু সম্পর্ক অনলাইনে তৈরী হলে ও তার প্রতি ভালবাসাটা অফলাইনে থাকা মানুষের চেয়ে হাজার গুন বেশি হয়ে থাকে । চ্যাট করতে করতে ভাললাগা তৈরী হয় , পরে এক সময় ভালবাসায় পরিনত হয় ।

সব কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরী হয়ে যায় তখন সে আমাদের জীবনের একটা অংশ হয়ে থাকে ।তার মন খারাপ , তার কষ্ট , তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে ।এক সময় সব কিছু ছাপিয়ে মানুষটাকে না ধরে না ছুয়ে তার জন্য আকন্ঠ ভালবাসা জন্মে । যারা বলে ভার্চুয়াল সম্পর্ক আমি বলব নিঃস্বার্থ প্রেম ।

কারন যার জন্য কোন এক্সপেকটেশন থাকে না কিন্তু শুধু অসীম প্রেম থাকে সেই ভালবাসার নাম মায়াই থাকুক । যে মানুষগুলো একে অপরের জন্য কাঁদে , একে অপরকে জড়িয়ে থাকে , একে অপরের মন খারাপ ও অভিমান বোঝে তাদের ভালবাসার কোন স্বার্থ থাকেনা । চ্যাট লিষ্টে দশটা মানুষের সাথে যারা সম্পর্ক থাকে আমরা বরং তার নাম ভালবাসা না দিয়ে অনলাইন ডেটিং দেই ।

ভালবাসা কেবল একজনের জন্য তৈরী হয় ।বাস্তবতা শুধু ছুয়ে গেলেই ভালবাসা হয় না ।ভালবাসা না থেকে সবটা জুড়ে সে থাকে সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক । তারজন্য থাকে সীমাহীন মায়া ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!