স্ত্রীর কথামতো ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রম এ রেখে আসলো।পথিমধ্যে স্ত্রীর ফোন এই শোনো তুমার বাবাকে ভালো ভাবে বুঝিয়ে দিয়ে আসো যেন তিনি কোনভাবেই সামনে তোমার জন্মদিনে যেন বাসায় না আসে।
এই কথা শুনে ছেলে আবার বৃদ্ধাশ্রমের পথে রওনা দিল,গিয়ে দেখলো বাবা বৃদ্ধাশ্রমের মালিকের সাথে প্রাণ খোলে হেসে হেসে কথা বলছেন।এটা দেখে ছেলে বেশ অবাক হলো।আর হওয়ারই ত কথা।যাক ছেলে কিছুক্ষণ নীরবতা বজায় রেখে ওই মালিকের সাথে দেখা করলো,দেখা করে বলল স্যার আমার বাবা একটু আগে আপনার সাথে কি এমন বলছিলেন যে ওনি এত হাসাহাসি করছিলেন?
বাবা কি আপনার পূর্বপরিচিত ছিলেন নাকি?
স্যার বলল হ্যা তোমার বাবার সাথে আজ থেকে ৪০ বছর আগে আমার পরিচয়,তোমার বাবা ছিলেন পৃথিবীর ভালো মনের মানুষের মধ্যে একজন, জানিনা তিনি কেন আজ এই বৃদ্ধাশ্রমেই ঠিকানা গাড়লেন।
ছেলে টা তখন বলল।আপনাদের পরিচয় কিভাবে?
স্যার বলল আজ থেকে ৪০ বছর আগে তোমার বাবা আমার এক অনাথ আশ্রম থেকে এক ছোট ছেলেকে নির্দ্বিধায় বুকে আগলে নিয়েছিলেন তাকে লালন পালন করবে বলে,
আর আমি যদি খুব বেশি ভুল না করি তবে তুমিই হয়তো সেই অনাথ আশ্রমের ছোট ছেলেটা যাকে তুমার বাবা আশ্রম থেকে বুকে তুলে নিয়েছিলেন।
আজ এখানেই থাক,থাক না কিছু টুইস্ট
আর হ্যাঁ গল্পটা এক্কেবারেই যে আমার ভাবনার তা না আমি এই টার একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম।