মায়ের ভালোবাসার কাছে হেরে যায় পৃথিবীর সব ভালোবাসা।

in life •  3 years ago 

মায়ের ভালোবাসার কাছে সব ভালোবাসা হেরে যায়,
মা:- আচ্ছা সাইফ কালকে না তোর পরীক্ষা জাগিয়ে পড়তে বস,
সাইফ:- মা কালকে আমার পরীক্ষা একটু ভাল মন্দ রান্না করিও প্লিজ,

images - 2022-07-03T185209.830.jpeg

মা:- ঠিক আছে বাবা আমি তোর জন্য সবকিছুই ঠিকঠাক মতো করে রাখবো তুই শুধু পড়াশোনাটা মন দিয়ে কর,
সাইফ:- হ্যাঁ মা আমি ঠিকমতন পড়াশোনা করব দেখবে এবার আমার রেজাল্ট অনেক ভালো হবে।
মা এই কথা শুনে মা অনেক খুশি হয় এবং অন্যের বাড়ি কাজ করার জন্য আবারো রওনা দেয়,
মা:- আপা আমাকে একটু আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েন আমার ছেলের কালকে তো পরীক্ষা ওর জন্য একটু ভাল মন্দ কিছু রান্না করতে হবে!
বাড়ির মালিক:- একটু আগেই তো এসেছে এখনই এসে আবার ছুটে যাই সবগুলো সব শেষ করো।
মা:- জি আপা আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি আর কোন কাজ বাকি নাই!
বাড়ির মালিক:- আচ্ছা ঠিক আছে তাহলে যাও,
মা:- বারেক যায় নিজের কিছু জমানো টাকা আছে এগুলো দিয়ে আজকে বাজারে গিয়ে গরুর মাংস কিনে আমার ছেলেটার জন্য রান্না করবো অনেকদিন ভালো-মন্দ খায় নি!
পরের দিন বিকেলে
মা:- কিরে তোর পরীক্ষা কেমন হলো?
সাইফ:- আরে মা পরীক্ষা ভালো মানে অনেক ভালো হয়েছে এবার দেখবে আমি অনেক ভালো একটা রেজাল্ট করব,
এভাবেই মা-ছেলের ছোট সংসার চলতে থাকে সাইফের বাবা নেই মা অন্যের বাড়িতে কাজ করে, একটু একটু করে টাকা জমিয়ে সাহেবকে পড়াশোনা করাই সাইবার ভার্সিটিতে লাস্ট ইয়ারের পরীক্ষা দিয়েছে বেশ ভালো একটা রেজাল্ট হয়েছে ভার্সিটির সবচাইতে ভালো ছাত্র সাইফ,
সাইফ:- মা আমি তো অনেক বড় হয়ে গিয়েছি আমার তো এখন একটা মোবাইল দরকার বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করে আমাকে যদি একটা মোবাইল কিনে দিতে অনেক ভালো হতো,
মা:- আচ্ছা ঠিক আছে বাবা সামনের মাসে বেতন পেলে তোকে ভালো দেখে একটা মোবাইল কিনে দেবো।
সাইফ:- মা অনেক ভালো দেখে কিন্তু কিনতে হবে কারন আমার বন্ধুবান্ধবরা দামি দামি মোবাইল ব্যবহার করে!
মা:- ঠিক আছে বাবা তুই কোন চিন্তা করিস না আমি তোর জন্য মোবাইল কিনার ব্যবস্থা করছি।
পরের দিন সকালে মা হসপিটালে যায় ডাক্তারের সঙ্গে কথা বলে নিজের একটা কিডনি বিক্রি করে ফেলে ছেলের মোবাইল কেনার জন্য!
পরের দিন সকালে
সাইফ:- মা টাকা দাও মোবাইল কিনতে হবে তো আজকে,
মা:- হ্যাঁ এই জন্য এখানে 30 হাজার টাকা আছে তুই তোর পছন্দমত মোবাইল কিনে নিস।
সাইফ:- ওমা তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমার মনের আশা পূর্ণ হবে,
মা:- ধন্যবাদ কেন দিচ্ছিস বাবা আমি কি তোর পরকেউ।
সাইফ:- আরে হ্যাঁ তাইতো তুমি তো আমার মা,
সাইফ 25000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আর 5 হাজার টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনে,
মা:- কিরে বাবা তুই মোবাইল কিনলি
সাইফ:- আরে হ্যাঁ মামা দেখো কি সুন্দর সেট অনেক ভালো লাগতেছে না,
মা:- বাবা অনেক সুন্দর,
সাইফ:- চল মা তোমাকে নিয়ে একটা সেলফি তুলি!
মা:- আরে না রে বাবা আমি বুড়ো মানুষ কি তুলব,
সাইফ:- আচ্ছা যাও তুলতে হবে না,
এই বলে সাইফ ঘর থেকে বের হয়ে ।
এভাবেই মা আর ছেলের মধ্যে দূরত্ব বেড়ে যায় সবসময় তার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকতো মায়ের পুজো অতটা খেয়াল করার মত সময় তার কাছে থাকতো না একটা সময় মা অনেকটা অসুস্থ হয়ে পড়ে তখন সাইফ তার গার্লফ্রেন্ডকে বলে তার অবস্থানের কথা তখন তার গার্লফ্রেন্ড তার হাত ছেড়ে দেয় এত পড়াশোনা কিন্তু ভালো চাকরি ছিল না সেজন্য শেষ মেশ সাইজ তার মায়ের কাছে তার মায়ের ভালোবাসার কাছে আবারও ফিরে আসে আসলেই সত্যি সব ভালোবাসার কাছে মায়ের ভালোবাসার সবচাইতে উত্তম মাকে ভালোবাসো তো মার পাশে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!