নারীদের পর্দা নিয়ে পর্দা নারীদের সম্মান কখনই কমবে না,

in life •  3 years ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি আজকে কথা বলব,

নারীদের পর্দা নিয়ে পর্দা নারীদের সম্মান কখনই কমবে না,

  • বরঞ্চ বেপর্দা নারীদের সম্মান অনেক কম।

images - 2022-06-15T084736.071.jpeg

আমাদের জীবনটা খুবই সুন্দর আমরা নারীরা নবীর কাছ থেকে অনেক সম্মান পেয়েছি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী একদিন জিজ্ঞেস করেছিলেন যে আমার কাছে সবচাইতে সম্মানের ব্যক্তিকে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম উত্তর দিয়েছিলেন তোমার মা সাহাবী আবার জিজ্ঞেস করেছিল আমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম উত্তর দিয়েছিলেন তোমার মা সাহাবী তৃতীয়বার আবারো জিজ্ঞেস করেছিল আমার কাছে সম্মানিত ব্যক্তিকে তখনো কিন্তু আমি করেছিলাম বলেছিলেন তোমার মা অর্থাৎ নবীর কাছ থেকে আমরা অনেক সম্মান পেয়েছি নারীদের অনেক সম্মান কিন্তু আমরা বর্তমান সময়ে বেপর্দায় চলাফেরার করে আমাদের সম্মান অনেকটা কমিয়ে ফেলি।
আজকে আমি আপনাদের সাথে উদাহরণস্বরূপ একটা ঘটনা শেয়ার করে রাস্তার পাশে একজন ভ্যানওয়ালা কলা বিক্রি করতো তার কাছে প্রায় সবাই কলা কিন্তু তখন তিনি দেখলেন একজন লোক কলার খোসা ছাড়িয়ে কলার খাওয়া শুরু করলো তখন তিনি চিন্তা করলেন যদি আমি কিছু কলার খোসা ছাড়িয়ে বিক্রি করে তাহলে মনে হয় একটু বেশি দামে বিক্রি করতে পারব তিনি চাওয়ালা কলা 5 টাকা করে এবং খোসা ছাড়া কলা 6 টাকা করে বিক্রি করা শুরু করলো একটা সময় তিনি দেখলেন,
খোসা ওয়ালা সবগুলা কলা বিক্রি হয়ে গেছে কিন্তু খোসা ছাড়ানো যে কলাগুলো উনি রেখেছিল সেখান থেকে একটা কণাও কেউ নিতে ছিলেন তিনি ভাবলেন হয়তোবা দাম বেশি হওয়ার কারণে কলোনিতে জানান তিনি ধীরে ধীরে কলাগুলোর দাম কমানো শুরু করলেন কিন্তু দিনশেষে দেখলেন একটা কলা ও কেউ নিল না এরপরে চিনিকলগুলোকে ডাস্টবিনে ফেলে দিলেন পরের দিন পরিষ্কার করার জন্য ডাস্টবিনে লোক আসলো তিনি জিজ্ঞেস করলেন ভাই এটা কি করলেন অতিরিক্ত আবর্জনা এখানে কেন ফেললেন তখন লোকটা বলল আসলে ভাই একটু বেশি লাভ পাওয়ার আশায় আমি কলা গুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ছিলাম কিন্তু আমার পুরো লস হয়ে গেল তিনি অতিরিক্ত টাকা লোকটাকে দিয়ে ডাস্টবিন পরিষ্কার করালেন।
এই গল্পটা থেকে আমরা কি শিখলাম যে নারীর পর্দা করে তার দাম অনেক বেশী যে নারীর বেপর্দায় চলাফেরার করে নিজের দাম বাড়ানোর চেষ্টা করে সে কোনদিনও দামি হয় না খোসা ওয়ালা কলার দাম যেমন ছিল মানুষ ঠিক তেমনি কিনেছেন কিন্তু খোসা ছাড়ানোর পরে কলার কোন মূল্যই ছিল না অর্থাৎ আমরা যদি বেপর্দায় চলাফেরার করি আমাদের কোন মূল্য নাই এই সমাজে সবাই অবশ্যই আমরা যারা নারীরা আছি একটু পর্দা করে চলো চেষ্টা করবেন সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!