বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই, অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি,
আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলব,
একটা পালিয়ে যাওয়া মেয়ের জন্য বাবার চিঠি!
সমুদ্রের মাছ শুরুটা কিভাবে করব বুঝতে পারতেছিনা যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে পৃথিবীতে এসেছিলি, সেদিন থেকেই আমি তোকে মারা শুরু করেছিলাম,
যেদিন থেকে তোকে মানা করেছি ওই দিন থেকে নিজের মা হারানোর ব্যথা অনেকটা ভুলেই গিয়েছিলাম।
আমি আরেকটা জিনিসও লক্ষ করেছিলাম তোর মা তোকে সব সময় মানামা বলেই ডাকতো কখনোই তোর নাম ধরে ডাকতো না তোকে যে দিন আমি স্কুলে ভর্তি করিয়ে তে গিয়েছিলাম সেদিন তোর শিক্ষক যখন তোর নাম জিজ্ঞেস করেছিল তখন আমি তোর নামটাই ভুলে গিয়েছিলাম তোকে মা রাখতে রাখতে তোর নামটা ভুলে গিয়েছিলাম এদিন আমি তোর নামটা বলতে পারিনি শিক্ষকের সামনে,
সেদিন শিক্ষকরা সবাই আমার দিকে হতাশ দৃষ্টি দিয়ে হাসাহাসি শুরু করল আর তাই আজকে তোর চিঠি উপরে তোর নামের জায়গায় আমি মা লিখলাম।
তুই হঠাৎ করে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমি কল্পনা করতে পারিনি যেদিন ছেলেটা হাতে ব্যাগ নিয়ে তোর জন্য বাইরে অপেক্ষা করতে ছিল আমি তখন বদ্ধঘরে স্রষ্টার কাছে প্রার্থনা করতে ছিলাম তুই আমাদের চেয়ে কতটা বেশি ভালোবাসতে পারলে ছেলেটার হাত ধরে চলে যাবি,
তুই হয়তো বা ভাবতে শুরু করেছিস যে তুই যদি আজকে ছেলেটার সাথে না যেতে পারিস তাহলে তুই ছেলেটার কাছে ছোট হয়ে যাবে আর আমি ঘরে বসে ভাবছিলাম যে আমি যদি চলে যাই তাহলে সমস্ত পিতা জাতির কাছে কিভাবে মুখ দেখাবো।
জানিস না তোকে আজ সত্য একটা কথা বলে তুই তোর চার বছরের ভালোবাসা ঠিকই খুঁজে পেয়েছিস কিন্তু আমি আমার 20 বছরের ভালোবাসা খুঁজে পাইনি।
জানিস মা প্রত্যেক বাবাই জানে তার মেয়ে একদিন পরের ঘরে যাবে কিন্তু প্রত্যেকটা বাবার মধ্যেই একটু কৃপণতা থেকেই যায় প্রত্যেকটা বাবার ভালোবাসা শামুকের খোলস এর মত বাহিত যতটা শক্ত ভিতরে ততটাই নরম।
বাবারা তাদের সন্তানকে কতটা ভালবাসি সেটা কখনো মুখ খুলে বলতে পারেনা কিন্তু বোঝাতে পারে না কিন্তু অনেকটা বেশি ভালবাসতে পারে,
জানিস না তুই হয়তো আমার লেখাগুলো পড়ে তোর মনে একটু কষ্ট লাগতে পারে যখন বড় হবে তখন তোরা চেহারার সৌন্দর্য চোখ কান সব কিছু ঠিক আছে কি না এগুলো দেখে প্রেম করিস কিন্তু তুই কি জানিস তুই যেদিন প্রথম আমি জানতে পেরেছি যে তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিলে সেদিন তুই কি সুন্দর হবেই না কাল হবে নাকি সামলা হবে না কি বোবা হবে এগুলা কোন কিছু না ভেবেই আমি তোর প্রেমে পড়েছিলাম।
তাই হয়তো বা মনের অজান্তে অনেক কিছু লিখে ফেলেছি তোর কাছে,
পৃথিবীর প্রত্যেকটা সন্তানেরই তাদের বাবার কাছে একটা অভিযোগ থাকে যে তারা তাদের বাবার কাছে প্রশ্ন করে বাদুড় থেকে তাদের এর প্রশ্ন দাঁড়িয়ে থাকে যে তাদের ভালোবাসা তাদের বাবা কেন বুঝতে চায় না প্রশ্নের উত্তরটা আমি বলে রাখলাম যেদিন তুই মা হবি সেদিন নিজের প্রশ্নের উত্তরটা নিজেই পেয়ে যাবি।
তুই যখন ওই ছেলেটার হাত ধরে আমার বাড়ি থেকে পালিয়ে গেছিলে তখন তোর মনের মধ্যে একটা অনুভূতি হয়েছিল যে ওই ছেলেটাকে ছাড়া তোর জীবনে আর কিছুর প্রয়োজন নেই কিন্তু একজন বাবা বুঝতে পারে তার জীবনে তার মেয়ের মূল্যটা কতটুকু কতটা প্রয়োজন তার জীবনে,
আমি যেদিন তোর নানার কাছ থেকে তোর মায়ের হাত ধরে ছিলাম সেদিন নিজেকে নিজে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েকে স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদান এর ভাতটা কিছুটা হালকা করব কিন্তু সেটা হলো না তার জন্যই তোর প্রতি এত অভিমান।
মারে বাবার প্রতি কেমন রাগ করিস না তুই যদি তোর অল্পদিনের ভালোবাসার জন্য ঘর থেকে পালিয়ে যেতে পারিস তাহলে আমি আমার 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হবো না,
একজন বাবা তার মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন থেকে চিন্তা করতে শুরু করে জেতার মেয়েটাকে সে সু পাত্রের হাতে তুলে দিতে পারবে কিনা যখন সে যৌবনে পদার্পণ করে তখন তার মাথায় আরো দুশ্চিন্তা বেরিয়ে যায় কোন রকমে ধর্মেই অসৎ পথে পা বাড়ায় কিনা,
তাই হয়তো বা একজন বাবা আর একজন মেয়ের প্রতি এতটা নজরদারি দয়া করে আমার প্রতি এতটা রাগ করিস না যদি কখনো তোর কাছে খারাপ লাগে চলে আসিস তোকে জড়িয়ে ধরে বুকে আগলে রেখে তোর দুঃখ দূর করার চেষ্টা করব হয়তোবা আমি তোকে তোর মায়ের মতো পেটে ধরতে পারেনি কিন্তু তোকে পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না খুবই অসহায় লাগতেছে আজকে নিজেকে ভালো থাকিস দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সবসময় ভালো রাখে।
ইতি
তোর জন্মদাতা পিতা
আমার এই কথাগুলো শুনে হয়ত বা অনেকের কাছে অনেক খারাপ লাগতে পারে কিন্তু আমি যতটা পেরেছি এক্সাম বাবার অনুভূতি একজন পাবার একটা মেয়ের প্রতি ভালোবাসা আত্মসম্মান বিশ্বাস সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আশা করি আমার এই লেখাটা পড়ে খারাপ বুঝতে পারবেন যারা বাবা-মা ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে যান সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Mam can I talk to you please 🥺