স্যার:- কিরে বল্টু কালকে তুই, কলেজে আসিস নি কেন?
বল্টু:- স্যার আমি বৃষ্টির জন্য, কলেজে আসতে পারিনি।
স্যার:- কালকে আবার কখন, বৃষ্টি হলো মিথ্যে কথা বলার ,আর জায়গা পাস না,তাই না আমি এখনি, তোর বাবাকে কল দেব।
বল্টু:- স্যার আমার বাবাকে কল দিতে হবে না।আপনি আপনার মেয়েকে, জিজ্ঞেস করেন, সে কালকে কলেজে এসেছিলো কিনা।
Sir আচ্ছা বল্টু বলতো, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?
বল্টু:- স্যার পৃথিবীতে সবচেয়ে, চালাক প্রাণী হচ্ছে গরু
স্যার:-এটা কীভাবে সম্ভব
বল্টু:- আরে স্যার এটা তো খুব সহজ, বাংলা ২য় পত্রের প্রভাবের আছে, অতি চালাকের গলায় দড়ি, স্যার আমরা সাধারণত বেশির ভাগ, সময় দেখে থাকি গরুর, গলায় দড়ি থাকে। তাহলে পৃথিবীর সবচাইতে চালাক প্রাণী গরু।
বল্টু:- কিরে বন্ধু তোর কি খবর?
বন্ধু:- আরে দোস্ত আর বলিস না আমার খবর তেমন একটা ভালো না।
বল্টু:- কেন কি হয়েছে তোর?
বন্ধু:- ৫ লাখ টাকা খরচ করে, বোনের বিয়ে দিলাম,বোনের বিয়ের পেছনে, সব টাকা খরচ হয়ে গেছে, এখন চলব কিভাবে?
বল্টু:- দূর ব্যাটা কি কস,বোন বিয়ে দিতে এত টাকা,লাগে নাকি? আমি তো মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে। আমার বোনের বিয়ে, কমপ্লিট করে ফেলেছি।
বন্ধু:-আরে কি বলছিস তুই,তোর মাথা ঠিক আছে।মাত্র ৫০০০ টাকা দিয়ে কখনো মেয়েদের বিয়ে দেওয়া সম্ভব।
বল্টু:-আরে ব্যটা মাথায় বুদ্ধি থাকলে সবি সম্ভব, আমি মাত্র ৫০০০ টাকা দিয়া,আমার বোনের একটা মোবাইল কিনে দিয়েছিলাম, তারপর আমারে আর কিছু করা লাগে নাই, ও নিজেই ফেসবুকে প্রেম করে, পালাইয়া গিয়ে বিয়ে করছে,
বন্ধু:- আচ্ছা দোস্ত স্কুলে যদি পরীক্ষা না হতো, তাহলে কতই না ভালো হতো তাই না,শালার এই পরীক্ষার কারণে, রাতের ঘুম একদম হারাম হয়ে যায়।
বল্টু:- আসলে দোস্ত আমার কি মনে হয় জানোছ, পৃথিবীতে পরীক্ষা বলতে কিছু নাই, এটা হইতাছে আমাদের মত স্টুডেন্ট দের সুখ শান্তি নষ্ট করার, একটা গভীর চক্রান্ত,
বল্টু:- আচ্ছা দোস্ত আমাদের সমাজের মানুষগুলো কেমন বিচিত্র ধরনের তাই না।
বন্ধু:- কেন রে দোস্ত কি হয়েছে?
বল্টু:- আর কইস না একজন ধর্ষিতা নারীকে, কেউই বিয়ে করতে চায় না, অথচ হালার পো হালারা, অন্যের বউ নিয়া ঠিকই পলাইয়া যাইতে পারে।
স্যার:- আচ্ছা বল্টু বলতো মদ আর ভালবাসার মধ্যে পার্থক্য কি?
বল্টু:- স্যার মদ বেশি খাওয়া হয়ে গেলে ছেলেরা বমি করে, আর ভালোবাসা বেশি হয়ে গেলে মেয়েরা বমি করে।
স্যার:-বল্টু তুমি এত দেরি করে স্কুলে আসলা কেন,
বল্টু:- স্যার মা বাবা কেউই বাসায় নাই?
স্যার:- কেনো ওনারা কোথায় গিয়েছে।
বল্টু:- স্যার আমার মা হাসপাতালে আর আমার বাবা জেলে.
স্যার:-আরে বল্টু এটা তো খুবই দুঃখের ব্যাপার!
বল্টু:- না স্যার আসলে আমার মা ডাক্তার আর আমার বাবা পুলিশ?
বল্টু:- আচ্ছা দোস্ত আমাদের এই ঢাকা শহরটা কেমন আজব একটা শহর তাই না?
বন্ধু:- কেন রে দোস্ত আবার কি হলো!
বল্টু:-আরে ব্যাটা কি আর কমু আমাদের এই ঢাকা শহরে পায়ে দেয়া জুতা বিক্রি করা হয় এসি দেয়া রুমে আর খাবার বিক্রি করা হয় ফুটপাতে,
স্যার:-আচ্ছা বল্টু বলোতো আমাদের দেশের জনসংখ্যা কত?
বল্টু:- স্যার ৩২ কোটি?
স্যার:-আরে কি বলছিস হারামজাদা এত বেশি হয় কিভাবে?
বল্টু:-এইযে স্যার,এই যে ধরেন সরকারি বেতনভুক্ত কর্মচারীরা বলে আমাদের সাথে আছে, দেশের ১৬ কোটি জনতা। আবার বিরোধীদলীয় নেত্রী এবং তার কর্মচারীরা বলে। আমাদের সাথে আছে দেশের ১৬ কোটি জনতা। তাহলে স্যার দুইটা মিলেই তো ৩২ কোটি না।
বল্টু:- আচ্ছা দোস্ত শুনলাম। পৃথিবীটা নাকি সূর্যের চারপাশে ঘুরে,
বন্ধু:- হ্যাঁ রে দোস্ত তুই তো ঠিকই শুনেছিস!
বল্টু:- আরে ধুর ব্যাটা এগুলা ভুয়া কথা!
বন্ধু:- আরে দোস্ত কি বলছিস তুই এগুলা ভুয়া হবে কেন!
বল্টু:-আরে ব্যাটা আজকে, আমি দুই বোতল মদ খাওয়ার পর দেখলাম পৃথিবীটা তো আমার চারপাশে ঘুরতাছে।