আর কখনো তোমাকে বিরক্ত করব না!

in life •  3 years ago 

আর কখনোও....💔
তোমাকে বিরক্ত করবো না ...🥀

images (9).jpeg

আর কখনোও...😡
ফোন পাবে না আমার..💘

আর কখনোও বলবো না....💔
তোমাকে খুব মিস করছি....🥀

রিসিভ না করা প্রতিটা কল.....😅
উত্তর না দেওয়া প্রতিটা ম্যাসেজ....🙍

আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা....😭
মনকে জানান দিচ্ছিল যে....😂

সব শেষে ...💔
আমি কথাটা মূল্যহীন হয়ে গেছি.....🙍

তুমি না হয় আমার সাথে....😘
অভিনয় করে খুবই ভালোই আছো....😅

জানি সারা জীবন সুখেই থাকবে...😡

কিন্তু আমি.......?💔
আমি কি পারবো তোমায় ছাড়া সুখে থাকতে....😭

পারবো কি তোমায় ভুলে যেতে.....💔

কোনদিনও পারবো না.....🙍

আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি....💔

তোমার স্মৃতিগুলো.....🙍
ততটাই আঁকড়ে ধরে আছে আমাকে.....😭

মনে করি এবার.....🥀
এইবার সত্যিই ভুলে যাবো তোমাকে.....

আর কখনো.....😅
পিছু ফিরে দেখবো না তোমাকে.....💔

কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে....🙍

তখন মনে হয়....🥀
এইবার দেখি তারপর ভুলে যাব।...😭

আজ তুই অনেক সূখেই আছিস....💔
তাই আমাকে ভুলে গেছিস....😭

আমিও একদিন অনেক সুখে থাকবো....😡
কিন্তু তুই সেদিন দেখিস....😅

আমি তখনও.....😅
তোকেই ভালোবাসাবো....😂

কেন জানিস.....😂
আমি তোকে যতটা ভালবেসেছি....🙍

ততটা ভালোবাসা....😡
নিজেকেও কোনদিন বাসতে পারিনি....💔

কিছু কিছু চাওয়া শুধু চাওয়ায় রয়ে যায়.....🥀
যে চাওয়াগুলো কখনো পূরণ হবার নয়....💔

কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়....🥀
যা কখনও বাস্তব হবার নয়....😡

মানুষ একা থাকতে ভালবাসে না...🥀
কিন্তু যখন তার দুঃখ গুলো...🤣
কেউই বুঝতে চায় না....💔

তখন সেই মানুষটা বাধ্য হয়ে....💔
নিজেকে সবার কাছ থেকে আড়াল রাখে....🥀

কখনো বুঝলে না তুমি....💔
আমার এই মনের কষ্ট গুলো....😅

তাতে বিন্দুমাত্র কষ্ট নেই আমার...🥀

সত্যি বলছি জমে থাকা কষ্ট গুলো....💔
খুব কাঁদায় আমাকে.....🥀

একটাই আফসোস....💔
কখনো দেখাতে পারবোনা তোমাকে....🥀

কতটা ভালোবেসেছি....🙍
ভালোবাসি আর ভালোবেসে যাবো চিরদিন....💔

তোমাকে হারানোর ভয় ছিল....💔
এখন আমার আর সেইভয় নেই....😭

কারণ তুমি তো এখন আর আমার নও...😂
তুমি তো হারিয়ে গেছো....🙍

আমার জীবন থেকে এখন আর.....🥀
আমি তোমাকে হারানোর ভয় করিনা....💔

জীবন থেকে যদি ফেলে আসা দিন গুলো...💔
মুছে ফেলা যেতো....🥀

তাহলে তোমার জন্য.... 💔
আর কষ্ট পেতে হতো না....🥀

আমি তোমাকে ছাড়াই সুখি হতে পারতাম....🥀

আমি চাইলেই তোমার জীবনকে.....💔
দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম.....🥀

শুধু তোমাকে ভালোবাসি বলে....😅
সেটা পারিনি....😡

কিন্তু তুমি পেয়েছো...🙍
কারণ তুমি তো আমাকে কখনোই ভালোবাসনি...😡

বৃষ্টিকে যদি ভালোবাসতাম.....🥀
হয়তো এত জল উপহার পেতাম না.....💔

যত জল পেয়েছি .....💔
তোমাকে ভালোবেসে......🥀

বুঝতে পারিনি......💔
এত বেশি মেঘ ছিল তোমার আকাশে....😅

সত্যিই বড় বোকা ছিলাম.......😡
আর আজও বোকাই রয়ে গেলাম.....🙍

অপেক্ষায় আছি.....🙍
অপেক্ষায় থাকবো....🥀

যতদিন বেঁচে থাকি.....💔
তোমায় মনে রাখবো....😅

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!