বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার সালামুআলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,,
জীবনে লড়াই করে বেঁচে থাকতে হয়!
আপনার কাছে আপনার জীবনটা সহজ বলে মনে হয় কিনা সেটা কিন্তু আমি জানিনা তবে আমার কাছে আমার জীবনটাকে অনেকটাই কঠিন বলে মনে হয় জীবনের কিছু বাস্তবতার কাছে এতটাই হেরে গিয়েছে যে বেঁচে থাকার জন্য অল্প কিছু ইচ্ছে বেঁচে আছে সেই ইচ্ছে গুলোকেও অনেকেই গলাটিপে হত্যা করে।
সবকিছু ভাবতে ভাবতে যখন হঠাৎ করেই একটা সময় চুপ হয়ে যাব তখন হয়তোবা অনেকেই বলবে মেয়েটা অনেকটাই চঞ্চল ছিল হয়তোবা কোন ছেলের প্রেমে পড়ে চুপ হয়ে গেছে কিন্তু বাস্তবতা তার চাইতে উল্টো সত্যি তো এটাই যে সমাজের মানুষ আমাকে ঠিকমতো চলতে দেয়নি।
কোন কাজ করতে গেলে হাজারো বাধা হাজারো কথা শুনে সেই কাজের মধ্যে এগিয়ে চলতে হয় তারপরও আমি সেই কাজ বন্ধ করিনি কারণ আমি শুনেছি যারা সফলতা অর্জন করেছে তাদের সফলতার পেছনে হাজারো কষ্ট হয়েছে অধ্যাবস্যা,
চাইলেই মানুষ হুট করে সফলতা অর্জন করতে পারে না এই দুনিয়ায় লড়াই করে বেঁচে থাকতে হয় সবকিছু আপনার কাছে আপনা আপনি হবে না আমাদের জীবনটা সহজ কিন্তু আমরা এই জীবনটাকে আর একটা জটিল করে ফেলি আমরা নিজেরাও বুঝিনা কিভাবে জটিল করি।
আমার কাছে মনে হয়েছিল আমার স্বপ্নগুলো যখন আকাশ সমান তখন আমার বাস্তবতা কাগজের বিমান।
আমি বুঝিয়ে নিয়েছি আমার জীবনটা একটা পর্বত আমার লক্ষ্য হচ্ছে আমার এই জীবনের পর্বতের পথটাকে সন্ধান করে নেওয়া, শীর্ষে পৌঁছানো নয়।
অনেকেই হয়তোবা আমাকে দমিয়ে দেওয়ার জন্য অনেক কথাই বলেছে কিন্তু দিনশেষে আমি বুঝতে পেরেছি কেউই আমার ভালো কিছু কামনা করেনি হয়তোবা আমার সামনে একটু অনুভূতি দেখিয়েছে কিন্তু পরে আমি বুঝতে পেরেছি ওরা আমার পেছনেই আমাকে নিয়ে বাজে কথা বলছে।
কি হবে এত অন্যের কথায় কান দিয়ে যদি নিজের জীবনে সফলতা অর্জন করতে পারি তাহলে সেই দিন শোনাবো কাউকে আমার জীবনের ব্যর্থতার গল্প।
ব্যর্থতা তো সামান্য একটা লাঠির মত কিন্তু সফলতা অনেক উঁচু এই ব্যর্থ যাকে যদি আমি ঠেলে এগিয়ে যেতে পারি তাহলে আমি সফলতা অর্জন করতে পারব।
কেউ একজন বলেছিল আমাদের জীবনে আমাদের কেউ জায়গা করে দেয় না নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হয় অতএব নিজেকে অবশ্যই অধ্যাবস্যি হতে হবে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারো শোনাবো আমার জীবনের গল্প নিয়ে কিছুকথা সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।